Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোহাম্মদপুরে সহকর্মীর হাতে নিরাপত্তা প্রহরী খুন

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অন্যত্র দু’জন নিহত
স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরে সহকর্মীর হাতে যুবক এবং তুরাগে এক সিকিউরিটি গার্ড খুন হয়েছেন। এছাড়া মালিবাগে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক এবং কাওরানবাজারে ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন।
একই ঘটনায় আহত হয়েছেন আরো দুই পথচারী। পুরান ঢাকায় থার্টি ফার্স্ট নাইটে অতিরিক্ত মদ্যপানে এক যুবক প্রাণ হারিয়েছে। লাশগুলো ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও মেডিকেল সূত্র জানায়, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গ্যারেজে গাড়ির যন্ত্রাংশ হারানোকে কেন্দ্র করে সহকর্মীরা ছুরিকাঘাত করে আসিফ (১৮) নামে এক যুবককে হত্যা করেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প আল বশির মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আসিফ মোহাম্মদপুর সুলতান অটো গ্যারেজের কর্মচারী ছিলো। তার বাবার নাম আব্দুল কুদ্দুস। সে পরিবারের সঙ্গে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের এইচ ব্লকের ৫৪৪ নং বাসায় থাকত।
নিহতের বড় ভাই আরমান হোসেন জানান, গ্যারেজে কোনো এক ঘটনাকে কেন্দ্র করে তার সহকর্মী শমসের, মুন্নাসহ ৬-৭ জন মিলে আসিফকে ছুরিকাঘাতে আহত করে। গুরুতর অবস্থায় তাকে  উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক আসিফকে মৃত বলে ঘোষণা করেন। এর পর পরিবারের সদস্যরা লাশ বাসায় নিয়ে আসেন। পুলিশ খবর পেয়ে গতকাল ভোরে লাশ উদ্ধার করে। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর জানান, শনিবার রাতে গ্যারেজে গাড়ির যন্ত্রাংশ হারানোকে কেন্দ্র করে রুবেলের সঙ্গে শমসেরের ঝগড়া হয়। আসিফ রুবেলের পক্ষ নেয়। এর জের ধরে এক পর্যায়ে শমসেরসহ ৬-৭ জন আসিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে গতকাল তুরাগ থানা এলাকায় সাহাবুদ্দিন (৩৫) নামে এক সিকিউরিটি গার্ডকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবে খুদা জানান, তালতলার খেয়াঘাট থেকে সাহাবুদ্দিনের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শনিবার দিনগত রাতের যেকোন সময় ওই সিকিউরিটি গার্ডকে দুর্বৃত্তরা হত্যা করে। তবে কারা এবং কি কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল রোববার দুপুরে মালিবাগ রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের (৩৭) এক যুবক নিহত হয়েছেন। ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। গতরাত পর্যন্ত নিহতের পরিচয় মেলেনি।
এদিকে গতকাল ভোর ৫টার দিকে কাওরান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় বাবুল মাতব্বর (৪৩) এক ঠেলাগাড়িচালক নিহত ও তার দুই সহকারী আহত হয়েছেন। নিহত বাবুলের বাড়ি পটুয়াখালীর বাউফলে। পুলিশ জানায়, বংশাল থেকে রড বোঝাই করে ঠেলাগাড়িটি কাওরান বাজারে যাচ্ছিল। শাহবাগ থানাধীন পান্থকুঞ্জের কাছে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে ঠেলাগাড়িতে  ধাক্কা দেয়। এতে ঠেলাগাড়ির চালক বাবুল মাতব্বর ঘটনাস্থলে নিহত হন এবং তার দুই সহকারী আহত হন। এ ঘটনায় ট্রাক ও তার চালক আশরাফুলকে আটক করা হয়েছে।
অপরদিকে লালবাগে অতিরিক্ত মদ্যপানে ওয়াহেদুজ্জামান (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ওয়াহেদুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ওয়াহেদুজ্জামান হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকদের জানিয়েছিলেন তার বড় ভাই সাইদুর রহমান। তবে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ওয়াহেদুজ্জামান ৯০ শতাংশ অ্যালকোহলিক ছিলেন। সবগুলো ঘটনায় পৃথক পৃথক থানায় মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ