Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কোনও কম্পিউটারই নিরাপদ নয় তাই কুরিয়ার সার্ভিসই ভাল : ট্রাম্প

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ‘কোনও কম্পিউটারই নিরাপদ নয়..’ তাই গুরুত্বপূর্ণ ও গোপন নথিপত্র আদান প্রদানের জন্য সাবেক ‘কুরিয়ার ব্যবস্থাই শ্রেয়’ বলে মন্তব্য করলেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্ষবরণের রাতে সাংবাদিকদের তিনি একথা বলেছেন। ট্রাম্পের বক্তব্য থেকেই পরিস্কার যে, তিনি অনলাইন ব্যবস্থায় ‘হ্যাকিং’ বা তথ্য চুরির বিষয়টির বিপদকেই নির্দেশ করেছেন।
উল্লেখ্য, গত নভেম্বরে সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অনেকটা জুড়েই ছিল ‘ইমেল বিতর্ক’। প্রথমে ট্রাম্পের বিরোধী শিবিরের ডেমোক্র্যাট প্রার্থী হিলারির বিরুদ্ধে ওঠে অভিযোগ। পরবর্তীকালে আবার ট্রাম্পকে ভোটে জিততে রাশিয়ার সাহায্যের অভিযোগ সামনে আসে। উল্লেখ্য, এ বিষয়ে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ওবামা তদন্তের নির্দেশও দিয়েছেন। ফলে, এসব থেকেই নিরাপদ দূরত্বে থাকতে চেয়েই ট্রাম্প এরূপ মন্তব্য করেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। থসূত্র : জি নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ