Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাবির ইসলামিক স্টাডিজে সান্ধ্যকালীন মাস্টার্সের সুযোগ

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইভিনিং মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওইদিন শুক্রবার ইসলামিক স্টাডিজ বিভাগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে নিজ খরচে দুই বছর মেয়াদী এম এ (ইভিনিং) প্রোগ্রামের প্রথম ব্যাচে জানুয়ারি ২০১৭ এ ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে  আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রশীদ জানান, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান),পাস বা সমমান ডিগ্রিধারী সবাই আবেদন করতে পারবেন। সনাতন পদ্ধতিতে মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত নূন্যতম ৬ (ছয়) পয়েন্ট, তবে কোনো শ্রেণিতে তৃৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে নূন্যতম সিজিপিএ মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত ৭ ও প্রতি পরীক্ষায় নূন্যতম ২ পয়েন্ট থাকতে হবে। পূরণকৃত ভর্তি ফরম এবং প্রয়োজনীয় কাগজপত্র ও এক হাজার টাকা ফিস প্রদানের মাধ্যমে ১৫ জানুয়ারির  মধ্যে বিভাগীয় অফিসে জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র নিতে হবে।



 

Show all comments
  • জহিরুল ইসলাম ৮ নভেম্বর, ২০২২, ২:৩১ পিএম says : 0
    ইসলামিক স্টাডিজ মাস্টার্সের ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে ২০২২ এর আমি ভর্তি হওয়ার জন্য আগ্রহী
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ