Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এটা দখলদারি সরকার, জনগণের সরকার নয় : মির্জা ফখরুল

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি আমার প্রতিনিধি নির্বাচিত করব। আমার সরকার নির্বাচিত করব। এটাই ছিল মূল উদ্যেশ। আজকে দুঃখজনকভাবে সেখান থেকে সরে গিয়েছে।  যারা রআজকে একমাত্র দল হিসেবে যেখানে নিজেদের পরিচয় দেন তারা আজকে ভুল পথে জাতিকে বিভ্রান্ত করে ভিন্নভাবে নিয়ে যায়।
দুঃখ হয় আ’লীগের মত এতো বড় একটি রাজনৈতিক দল যাদের দীর্ঘ ঐতিহ্য রয়েছে, গণতান্ত্রিক সংগ্রামের তারাই আজকে জনগণের মৌলিক অধিকারগুলোকে হনন করে নিয়ে তাদের গণতান্ত্রিক অধিকারগুলোকে কেড়ে নিয়ে পাঁচ বছরে একবার ভোট দেয়ার অধিকারকে কেড়ে নিয়ে আজকে তারা বিনা ভোটে জবরদখল করে দখলদার হিসেবে ক্ষমতায় বসে আছে।
এটা দখলদারি সরকার। এ সরকার জনগণের সরকার নয়। আমাদের এই সংগ্রাম গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য। যে অধিকার আ’লীগ ছিনিয়ে নিয়ে গেছে। জনগণ যাকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে। সরকার গঠন করবে এটাই হওয়া উচিত। তার জন্যই আমরা লড়াই করছি। যাদেরকে শ্রদ্ধা করে সে ধরণের মানুষকে দিয়ে একটি সার্স কমিটি গঠন করা হোক। এই সার্স কমিটির মাধ্যমে সব রাজনৈতিক দলগুলোর ঐক্যের ভিত্তিতে একটি নির্বাচন কমিটি গঠন করা হোক। অবাধ সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হোক। সেই নির্বাচনের মাধ্যমেই এ দেশের রাজনৈতিক সংকট উত্তরণ করে এটি সুন্দর ভবিষ্যত তৈরি করতে পারি। তিনি আরো বলেন, পার্লামেন্ট আজকে নামমাত্র। বিরোধী দলে যে থাকে সে আবার সরকারের মন্ত্রীও হয়। এটা কখনো হতে পারে না কিন্তু আমাদের দেশে তাই হয়েছে। আজকে হুসেইন মোহাম্মদের দলকে সবাই বলে গৃহপালিত বিরোধী দল। সেই গৃহপালিত বিরোধী দলের তিনজন মন্ত্রী সরকারে আছে। উনি আবার মাঝে মাঝে গোস্সা করেন। সরকার যখন মামলা চাপিয়ে দেন তখন আবার সোজা রাস্তায় চলতে থাকেন। এই হচ্ছে পার্লামেন্ট। পার্লামেন্টে জনগণের সমস্যা নিয়ে কোনো আলোচনা হয় না।
শনিবার দুপুর ৩টায় জেলা পরিষদ অডিটরিয়ামে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এ সময় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুল কাইয়ুমসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ