Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচ জনের লাশ উদ্ধার : নিখোঁজ ৫

কাপাসিয়ায় ট্রলার ডুবি

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন : গাজীপুরের কাপাসিয়ার তারাগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবিতে এক নারীসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো ৫ জন নিখোঁজ রয়েছে বলে জানায় এলাকাবাসী। উদ্ধারকৃতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতরা হলো, নরসিংদী জেলার শিবপুরের পাড়াতলা এলাকার বাবুলের ছেলে আতিকুর রহমান (২৫), একই উপজেলার মধ্যনগরের ননি খানের ছেলে তাজিম খান (২১) ও পলাশের আলীনগর গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী কোহিনুর বেগম (২৭), শিবপুরের পাড়াতলা গ্রামের তারা মিয়ার ছেলে মো. কাইয়ুম (১৫) ও একই উপজেলার লাখপুর গ্রামের হাসান আলীর ছেলে আসুমিয়া (৪০)। গতকাল বেলা ২টা পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে উদ্ধার কাজের সমাপ্তি টানেন। হতাহতের সবার বাড়ি নরসিংদীর লাখপুর, পাড়াতলা, আলীনগর, চরসিন্দুরসহ বিভিন্ন এলাকার। শুক্রবার সন্ধ্যায় পার্শ্ববর্তী নরসিংদী জেলার শিবপুর ও পলাশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে নদী পারাপারের নৌকাযোগে কাপাসিয়ার তারাগঞ্জে একটি অনুষ্ঠানে যোগদান করতে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। নৌকার মাঝি ঝিলন ও মালিক আসাদ পালিয়ে গেছে। লাশগুলো রাতেই স্বজনরা নিজ নিজ বাড়িতে নিয়ে নেন।
নিহতের মধ্যে কাইয়ুম তারাগঞ্জ এইচ এন স্কুলের মেধাবী ছাত্র। এ বছর সে এসএসসি পরীক্ষার্থী। অপরদিকে নিহত আতিকুর ও তাজিম ওই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র।
গতকাল সকাল ১১টায় পাড়াতলা এতিমখানা মাদ্রাসা মাঠে আতিকুর ও কাইয়ুমের জানাযা একসাথে অনুষ্ঠিত হয়। এ সময় পাড়াতলা ও আশপাশের গ্রামের শত শত জনতা জানাযায় অংশ নিলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাজিমের জানাযা হয় বেলা আড়াইটার দিকে।
পাশাপাশি তিন গ্রামের চারজন যুবকের মৃত্যুর কারণে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ সময় জানাযায় অংশ নেয়া সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, উদ্ধার কাজে কাপাসিয়া থানা পুলিশ, প্রশাসন ও কনসার্ট আয়োজনকারীদের কোনো ভূমিকাই ছিলোনা। নদীর পূর্বপাশের মানুষ সাঁতরিয়ে ঘটনাস্থল থেকে স্বজনদের লাশ উদ্ধার করে বলে তারা জানায়।
কাপাসিয়া থানা পুলিশের এসআই দুলাল মিয়া জানান, কাপাসিয়ার তারাগঞ্জে অনুষ্ঠিত একটি কনসার্টে যোগ দিতে শিবপুরের চরসিন্দুর থেকে ইঞ্জিনচালিত নৌকাযোগে যাত্রীরা তারাগঞ্জ বাজার খেয়াঘাটে আসছিলেন। খেয়াঘাটের কাছাকাছি পৌঁছলে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও ১০-১২ জন নিখোঁজ হয়।
পুলিশ ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে রাতে তিনজনের (আতিক, তাজিম ও কোহিনুর) লাশ উদ্ধার করে। খবর পেয়ে ঢাকা ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে উদ্ধার অভিযান শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান জানান, ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে এবং পৌনে ১টার দিকে কাইয়ুম এবং ২টার দিকে আসুমিয়ার লাশ উদ্ধার করেন।
এদিকে খবর পেয়ে প্রধানমন্ত্রীর প্রেস উপসচিব আশরাফুল আলম খোকন ঘটনাস্থলে এসে খোঁজ খবর নেন।
জানা গেছে, শুক্রবার কাপাসিয়ার তারাগঞ্জ এইচ এন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বিজয় মেলায় গানের অনুষ্ঠানে অংশ নিতে পার্শ্ববর্তী নরসিংদীর শীবপুর, পলাশসহ বিভিন্ন এলাকা থেকে উৎসুক দর্শক নদী পাড়ি দিয়ে আসতে থাকে। শুক্রবার সন্ধা ৭টার দিকে একটি ট্রলার অতিরিক্ত যাত্রী বোঝাই করে পলাশের চরসিন্দুর ঘাট থেকে তারাগঞ্জ পাড় হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়।
প্রত্যক্ষদর্শী রোকনউদ্দিন বলেন, বার বার নিষেধ করার পরও নৌকার মাঝি অতিরিক্ত যাত্রী তোলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রলারটি ডুবে যাবার পর কোহিনুর নামের এক মা তার দুই শিশু বাচ্চা দুই হাতে আলগে ধরে। পরে উদ্ধারকারিরা বাচ্চা দুটি উদ্ধার করতে পারলেও মা কোহিনুরকে উদ্ধার করতে পারেনি। আর এ সময় আস্তে আস্তে কোহিনুর পানির নীচে তলিয়ে যায়।
নিহত কোহিনুরের চাচাত ভাই শরীফ বলেন, আমার বোন তার দুই বাচ্চা নাদিয়া (৪) ও নাদিম (২) কে নিয়ে তাদের নানার বাড়িতে যাচ্ছিল। হঠাৎ কি থেকে কি যে হয়ে গেলো বুঝতে পারলাম না।
কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, খবর পেয়ে দ্রুত ছুটে আসি। ফায়ার সার্ভিস ও ডুবুরিকে খবর দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ