পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কূটনৈতিক সংবাদদাতা : ফেসবুক ফ্যান পেজে ৪০ লাখ লাইক এবং নতুন বছরকে স্বাগত জানিয়ে নতুন একটি মিউজিক ভিডিও শেয়ার করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। গতকাল শনিবার সকালে দূতাবাসের ফেসবুক পেজ থেকে এই ভিডিও পোস্ট করা হয়। এতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটসহ দূতাবাসের অন্য কর্মীদের নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।
উদযাপনের এই ভিডিওকে দূতাবাসের পক্ষ থেকে ‘ধন্যবাদ’ বলে উল্লেখ করা হয়েছে। দূতাবাসকর্মীদের পাশাপাশি বাংলাদেশী শিল্পীরাও এতে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন। প্রীতম হাসান ও নাউমির গাওয়া ‘নাচে এই মন’ গানে র্যাপার হিসেবে কাজ করেন তৌফিকুর আহমেদ। এতে অংশ নেন, কণ্ঠশিল্পী তাহসান, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, সাফা কবির, সাবিলা নূর, জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।