Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসূল (সা.) এর জীবনাদর্শ প্রতিষ্ঠায় সমাজে শান্তি ও সম্প্রীতি গড়ে তোলা সম্ভব -দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভায় বক্তারা

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : বিশ্বমানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমণবার্ষিকী উদযাপন করা আমাদের জন্য নেয়ামত স্বরূপ উল্লেখ করে নবীর আশেকীন বক্তারা বলেন, পরকালের নাজাতে ব্যক্তি জীবনের সর্বক্ষেত্রে রাসুল, (সা.) এর আদর্শ অনুসরণ ও বাস্তবায়ন করাই হচ্ছে প্রকৃত মুমিন মুসলমানের কাজ। তারা আরো বলেন রাসুল (সা.) এর জীবনাদর্শ সমাজে প্রতিষ্ঠা করতে পারলে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। গত শুক্রবার রাতে দুবাইস্থ, মিশান রেস্টুরেন্ট বিল্ডিংয়ে বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আনসারুল হক আনসারের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ আল মামুন সরকার। সভায় বাংলাদেশ থেকে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল গণি চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাইফুদ্দিন আহমেদ, আলহাজ আজম খান, সেলিমউদ্দিন সিআইপি আলহাজ এম এ বাশার আবদুল কাদের, মোজাহের উল্লাহ, মিয়া, মীর আহাম্মেদ, শিমুল মোস্তফা, দেলোয়ার আহমেদ, এনামুল হক চৌধুরী, হানিফ শিকদার, জাহিদ চৌধুরী ও শেখ মোহাম্মদসহ প্রমূখ। সভায় দেশ,জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সেলিম উদ্দিন তৈয়বী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ