Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে হামলার ঝুঁকি নিয়ে বছর শুরুর আগেই যুক্তরাষ্ট্রের সতর্কতা

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : ঢাকাস্থ মার্কিন দূতাবাস এদেশে অবস্থানরত তার দেশের নাগরিকদের জন্য আবারো নিরাপত্তা সতর্কতা আপডেট করেছে। দেশটির দূতাবাস খ্রিষ্টীয় নতুন বছরের প্রাক্কালে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার দিকে নজর দেয়ার পরামর্শ দিয়েছে। গত বৃহস্পতিবার হালনাগাদ সতর্কবার্তায় দূতাবাস এই সময়ে ছুটির দিনগুলোতে নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকতে বলেছে। গুলশান হামলার পর ১০ জুলাই জারি করা ভ্রমণ সতর্কতা এখনও বহাল রয়েছে জানিয়ে দূতাবাস বলছে, সন্ত্রাসী হামলার ঝুঁকিও রয়ে গেছে।
গত শনিবার ঢাকার আশকোনায় জঙ্গি আস্তানায় পুলিশি অভিযানের কথা উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। সেখান থেকে বিস্ফোরক উদ্ধার এবং জঙ্গিরা নববর্ষে ঢাকায় হামলার পরিকল্পনা করেছিল বলে পুলিশ কর্মকর্তাদের বক্তব্য সংবাদ মাধ্যমে আসার কথাও তুলে ধরেছে তারা। থার্টিফার্স্ট ঘিরে ঢাকায় নিরাপত্তা বাড়ানোর ঘোষণাও তুলে ধরেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ