Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে সম্মেলন পন্ড আহত-১৫

| প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : গতকাল (শুক্রবার) নোয়াখালী জেলা বিএনপির সম্মেলন চলাকালে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। এতে সম্মেলন প- হয়ে যায়। বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমি ও প্রেসক্লাবের সামনের সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলেনÑ নোয়াখালী পৌর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্র দলের আকবর হোসেন, আজমির, রুবেল, শামু, রানা, পাবেল, শরিফ ও জাবেদসহ ১৫জন। আহতরা নোয়াখালী জেনারেল হাসপাতালসহ প্রাইভেট ক্লিনিকগুলোতে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সাত বছর পর নোয়াখালী শিল্পকলা একাডেমিতে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলা বিএনপির সম্মেলন শুরু হয়। জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী উৎসাহ-উদ্দীপনা নিয়ে সম্মেলন স্থলে হাজির হন। সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য শেষ করলে বিকেল ৫টার দিকে প্রধান অতিথির বক্তব্য শুরু করেন ব্যারিস্টার মওদুদ আহমদে। এসময় হঠাৎ করে শিল্পকলার হলরুমের বাহিরের জেলা বিএনপিসাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী হারুনুর রশিদ আজাদের কয়েকজন সমর্থকদের সাথে অপর সভাপতি প্রার্থী মাহাবুব আলমগীর আলোর সমর্থকদের বাগি¦ত-া শুরু হয়। এক পর্যায়ে হারুন সমর্থকরা আলো সমর্থক ও নোয়াখালী পৌর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমানের মাথায় আঘাত করে। মুহূর্তেই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে একটি গ্রুপ হলরুমের পিছনের বন্ধ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে চেয়ার ভাঙচুর করে।
সংঘর্ষের এক পর্যায়ে শিল্পকলার বাহিরে সড়ক ও নোয়াখালী প্রেসক্লাবের সামনে এসেও সংঘর্ষে লিপ্ত উভয়পক্ষের সমর্থকরা। এ সময় উভয়পক্ষ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। সড়কের দুই পাশের্^র নেতাকর্মীদের টানানো ব্যানার ফেস্টুন পোস্টার ছিঁড়ে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে জেলা বিএনপিসাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী হারুনুর রশিদ আজাদ তার সমর্থকদের হামলার কথা অস্বীকার করে বলেন, তাকে যারা সভাপতি হিসেবে দেখতে চায় না তারাই এ হামলা চালিয়েছে। সভাপতি প্রার্থী মাহাবুব আলমগীর আলোর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সভাপতি প্রার্থী হারুন পরিকল্পিতভাবে একা- ঘটিয়ে সম্মেলন বানচাল এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হেয় প্রতিপন্ন করে।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ভূত পরিস্থিতিতে শিল্পকলা একাডেমিতে সাংবাদিক সম্মেলনে ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, বিএনপি দেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল। সম্মেলনকে কেন্দ্র করে কিছুটা গোলযোগ হয়েছে। তাই দ্বিতীয় পর্যায়ের কাউন্সিল অধিবেশন স্থগিত করা হয়েছে। শীঘ্রই কাউন্সিল অধিবেশন করার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। এর আগে সম্মেলন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. শাহ্জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন, ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলুর সহধর্মিণী লাকি বেগম। সম্মেলনে পরিচালনা করেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ