Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আ.লীগকে এবার সংলাপ খেলা খেলতে দেয়া হবে না

মতবিনিময় সভায় ডা. শাহাদাত হোসেন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মার্চ, ২০২৩, ১২:০১ এএম

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নির্বাচন যখন ঘনিয়ে আসছে তখন একটা সংলাপ সংলাপ খেলা খেলতে চাচ্ছে আওয়ামী লীগ। ২০১৮ সালেও তারা এ ধরনের খেলা খেলেছিলো। ওই সংলাপের আড়ালে একটা নীলনকশার মাধ্যমে আমরা যারা নির্বাচন করব তাদের গ্রেফতার করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগকে এবার নির্বাচনী সংলাপ খেলা খেলতে দেবো না। এই সরকারের অধীনে কোন নির্বাচন হতে পারে না। তত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। তিনি গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শাহাদাত বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচার এখনো হয়নি। কারণ সাগর রুনি সরকারের শেয়ার বাজার ও জ্বালানি খাতে শতকোটি টাকার লুটপাট জেনে ফেলেছিল তাই তাদেরকে হত্যা করা হয়েছিল। তেমনিভাবে হলমার্কের দুর্নীতি যখন প্রকাশ হলো তখনই রামুর বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা ঘটলো। এগুলো একটার সাথে একটার যোগাসূত্র রয়েছে। দেশে যখন সরকারের দুর্নীতির কোন ঘটনা প্রকাশ পায় তখনই সরকার পরিকল্পিতভাবে আরেকটা অঘটন ঘটিয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেয়। তবে এসব করে শেষ রক্ষা হবে না। গণঅভ্যুত্থানে সরকারের পতন হবে।
জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও এ্যাবের সভাপতি ইঞ্জিনিয়ার সেলিম মো. জানে আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় সম্মিলিত পেশাজীবি পরিষদের সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, বিএনপি নেতা এরশাদ উল্লাহ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, শিক্ষক সমিতির সভাপতি এম এ সাফা চৌধুরী, ড্যাব নেতা ডা. মো. ঈসা চৌধুরী, ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ, বিএনপি নেতা মনজুর রহমান চৌধুরী, ইদ্রিস আলী প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ