পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আজ শুক্রবার (৩ মার্চ) রাজধানীর পল্টন-সেগুনবাগিচা ইমাম ও খতিব পরিষদের উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জানা যায়, আজ শুক্রবার বাদ জুমা সেগুনবাগিচা কাঁচাবাজার, বটতলা (মসজিদ-ই-নূর সংলগ্ন) স্থানে মাহফিলটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতী রুহুল আমীন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন রজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী।
ওয়ায়েজীনের মধ্যে উপস্থিত থাকবেন শান্তিনগর বাজার জামে মসজিদের খতীব মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক, সাভার মারকাযুত তারবিয়াহ বাংলাদেশের মুহতামিম মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব ফরিদ উদ্দিন আহম্মদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব এনামুল হক আবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মসজিদ-ই-নূর, সেগুনবাগিচার খতীব মুফতী আব্দুল কাইয়ূম সোবহানী। এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মাহফিল বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য আহ্বান জানান, সেগুনবাগিচা পিডব্লিউডি-দুদক বায়তুর রহমান জামে মসজিদের খতিব মুফতি জোবায়ের রশীদ, নয়া পল্টন বাইতুস সালাহ জামে মসজিদের খতিব মুফতি তাওহীদুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।