Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হার্ট অ্যাটাক সুস্মিতার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ভারতের অভিনেত্রী সুস্মিতা সেন। তিনি এটি সম্পর্কে বিশদে তথ্য শেয়ার করে নিয়েছেন ইনস্টাগ্রামে। এ খবরে চমকে উঠেছেন অভিনেত্রীর ভক্ত ও অনুসারীরা। সকলেই তার দ্রুত সুস্বাস্থ্য কামনা করেছেন।

সুস্মিতা লেখেন, ‘হৃদয়কে খুশি আর সাহসী রাখো সোনা, এটা তোমার পাশে তখন দাঁড়াবে যখন সবচেয়ে বেশি দরকার। (আমার বাবার বুদ্ধিদীপ্ত কথা) কয়েকদিন আগে আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলাম... অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। স্টেন্ট বসেছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, আমার কার্ডিওলজিস্ট পুনরায় নিশ্চিত করেছেন ‘আমার একটি বড় হৃদয় আছে’। অনেককে ধন্যবাদ জানাতে চাই তাদের সময়মতো পদক্ষেপের জন্য। পরে এ নিয়ে একটা আলাদা পোস্ট করব। এখন শুধু বলব সব ঠিক আছে এবং জীবনের জন্য নতুন করে প্রস্তুত!!! তোমাদের অনেক ভালোবাসি’। সূত্র : হিন্দুস্তান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ