Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঠে নামছেন কেন্দ্রীয় নেতারাও

চট্টগ্রামে ১৫ থানায় বিএনপির পদযাত্রা কাল : ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে চট্টগ্রাম মহানগরীর ১৫টি থানা এলাকায় বিএনপির পদযাত্রা কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে। আগামীকাল শনিবার একযোগে ১৫টি থানার পদযাত্রা কর্মসূচিতে নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় নেতারা। ইতোমধ্যে কোন নেতা কোন এলাকার মিছিলে নেতৃত্ব দেবেন তা সংশ্লিষ্ট থানার নেতাদের জানিয়ে দেয়া হয়েছে। পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর দাবি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে থানায় থানায় এ কর্মসূচি পালন করবে বিএনপি
কর্মসূচি সফল করতে সপ্তাহ ধরে চলছে ব্যাপক প্রস্তুতি। ইউনিট পর্যায়ে প্রস্তুতি সভা করেছেন দলের নেতারা। বিএনপির পাশাপাশি জাতীয়বাদী শ্রমিক দল, মহিলা দল, যুব দল ও ছাত্র দলের পক্ষ থেকেও কর্মসূচি সফলে প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বিএনপির নেতারা বলছেন, এ পদযাত্রা কর্মসূচিতে তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও সম্পৃক্ত করা হবে। এ লক্ষ্যে দলের নেতারা বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন। বিলি করছেন ১০ দফা দাবি সম্বলিত প্রচারপত্র।

বিএনপির থানা পর্যায়ের নেতারা জানান, চলমান আন্দোলনের অংশ হিসেবে এ পদযাত্রা কর্মসূচিকে ঘিরে তৃণমূলে ব্যাপক প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুঃশাসন, ভোটাধিকার ও মানবাধিকার হরণে মানুষ ক্ষুব্ধ। তার উপর জ্বালানি তেল, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ অতিষ্ট। তারা মনে করছে, এ সরকারের পতন এবং নির্দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গঠিত জনগণের সরকার ছাড়া এ জনদুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার কোন বিকল্প নেই। আর এজন্য দুঃশাসনের অবসান ঘটাতে সাধারণ মানুষও বিএনপির কর্মসূচিতে একাত্ম হচ্ছে। থানা পর্যায়ের এ পদযাত্রা কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ আরও বাড়বে বলে জানান দলের নেতারা।

মহানগরীর নেতারা জানান, নগরীর ১৫ থানায় একযোগে কর্মসূচি পালন করা হবে। আগামীকাল বিকেল ৩টায় এ কর্মসূচি একযোগে অনুষ্ঠিত হবে। দলের নেতারা জানান, এ কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা নেতৃত্ব দেবেন। আকবরশাহ ও ডবলমুরিং থানার পদযাত্রা কর্মসূচিতে যোগ দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পাহাড়তলী ও হালিশহরের পদযাত্রায় নেতৃত্ব দেবেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। অপর ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন বায়েজিদ থানা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে নেতৃত্ব দেবেন। দলের চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার পাঁচলাইশ থানায়, এস এম ফজলুল হক বন্দর থানার পদযাত্রায় নেতৃত্ব দেবেন।

দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম সদরঘাট থানায়, জালাল উদ্দিন মজুমদার পতেঙ্গা থানায়, হারুনুর রশীদ হারুন খুলশী থানার পদযাত্রায় যোগ দেবেন। এছাড়া ইপিজেড থানায় সাবেক সংসদ সদস্য ম্যা মা চিং, বাকলিয়ায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, কোতোয়ালী থানায় নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর এবং চান্দগাঁও থানার পদযাত্রা কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ