Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগরের থানায় পদযাত্রা সফল করতে বিএনপির আহ্বান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২৩, ১২:০০ এএম

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের দাম কমানো, বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি এবং সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারসহ ১০ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি। দাবি আদায়ে ইউনিয়ন, বিভাগীয় ও জেলায় জেলায় পদযাত্রার পর আগামী শনিবার মহানগরের থানায় থানায় একই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই কর্মসূচি সফল করতে দলের নেতাকর্মীসহ সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি তিনি শনিবার দেশব্যাপী সকল মহানগরের অন্তর্গত থানা সমূহে পদযাত্রা সফল করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সরকারের দুর্নীতি, লুটপাট, অপরিনামদর্শী সিদ্ধান্ত, ভ্রান্ত নীতির ফলে দেশ ও জনগণ আজ খাদের কিনারায়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। জনগণের আয় রোজগার সঙ্কুচিত হয়ে গেছে। ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। মানুষ ক্রমেই কর্মহীন হয়ে পড়ছে। ক্রমাগতভাবে ক্রয় ক্ষমতা হারিয়ে মানুষ মানবেতর জীবনযাপন করছে। সর্বগ্রাসী সঙ্কটে দেশ চরমভাবে বিপর্যস্ত। এমন অসহনীয় পরিস্থিতির জন্য দায়ী বর্তমান ভোটারবিহীন ফ্যাসিস্ট সরকার। জনগণের এই চরম দুর্দিনে পাশে না থেকে তারা তাদের দুর্নীতি, লুটপাটের ফলে সৃষ্ট ঘাটতি পোষাতে নির্লজ্জের মতো বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী তেল এবং চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ধারাবাহিকভাবে বৃদ্ধি করে চলেছে। জনগণের জীবন যে আজ বিপর্যস্ত, সেদিকে তাদের খেয়াল নেই।
তিনি বলেন, জনগণ একবেলা ডাল, ভাত খেতে হিমশিম খাচ্ছে, অন্যদিকে জনগণের কাঁধে চেপে বসা ভোটবিহীন শাসকরা ভূরিভোজন করতে ব্যস্ত। নিরন্ন-বুভুক্ষ মানুষের সাথে এ এক নির্মম-নিষ্ঠুর পরিহাস। তারা জনগণের অধিকার, গণতন্ত্র কেড়ে নিয়ে আবারও গণ ম্যান্ডেট ছাড়াই অনৈতিক শাসন দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছে।
বিবৃতিতে বিএনপি মহাসচিব চলমান গণ-আন্দোলনের পরবর্তী কর্মসূচি তথা, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম কমানো, দমন-নিপীড়ন বন্ধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবী আদায়ে সরকারকে বাধ্য করতে ৪ মার্চ শনিবার মহানগর সমূহে থানা পর্যায়ে পদযাত্রা এবং চলমান গণআন্দোলন সফল করার আহ্বান জানান।###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ