পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আবারো বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিদ্যুতের দাম আবারো বৃদ্ধির ঘোষণায় জনগণ দিশেহারা। মাহে রমজানের আগ মুহূর্তে বিদ্যুতের মূল্য বৃদ্ধি জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছু না। অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঃ আবারও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র প্রতিবাদ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার সাথে সাথে এর খারাপ প্রভাব শুরু করেছে। সারাদেশের সাধারণ জনগণ এই ঘোষণার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির এই গণবিরোধী ও অযৌক্তিক সরকারি সিদ্ধান্ত বাতিল চায় জনগণ।
বুধবার এক বিবৃতিতে দলের মহাসচিব বলেন, ইতিপূর্বে বেশ কয়েকবার বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দেশের মানুষ যখন ক্ষুব্ধ তখন আবারো নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে জনগণ এখন দিশেহারা হয়ে পড়েছে। বর্তমান সরকার জনগণের চরম দুর্ভোগ লাঘব না করে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়ে জনগণকে বিপাকে ফেলেছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান তিনি।
খেলাফত মজলিস ঃ ভোক্তা পর্যায়ে নতুনকরে বিদ্যুতের দাম ৫ ভাগ বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। নতুনকরে বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, বিগত দুই মাসে ৩ দফায় বিদ্যুতের দাম ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এভাবে দফায় দফায় বিদ্যুৎ ও গ্যাস. তেলের দাম বৃদ্ধি জনগণের জীবনযাত্রায় মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। দ্রব্যমূল্যে উচ্চমূল্যে ইতোমধ্যেই জনগণের নাভিশ্বস উঠেছে। এর মধ্যে নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণদুর্ভোগ আরো বৃদ্ধি করবে। সাধারণ মানুষের কষ্ট আরো বাড়বে। বিবৃতিতে নেতৃদ্বয় আর জনদুর্ভোগ না বাড়িয়ে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের জোর দাবি জানান।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঃ গ্রাহক পর্যায়ে এক মাসের ব্যবধানে তৃতীয় বারের মতো আবারও বিদ্যুতের পাঁচ শতাংশ মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা ছরওয়ার কামাল আজিজি ও মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, একমাসের মধ্যে তিন বার বছরে পনের বার বিদ্যুৎ এর দফায় দফায় দাম বাড়িয়ে জনগণের সাথে সরকার তামাশা করছে। নেতৃদ্বয় অবিলম্বে বিদ্যুতের মূল্য কমিয়ে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান।
ইসলামী ঐক্য জোট ঃ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকীব এক বিবৃতিতে বলেন, মাহে রমজানের আগ মুহূর্তে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগণের সাথে তামাশা শুরু করেছে সরকার। তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠছে। এর উপর বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে রমজানের রোজাদারদের কষ্ট বহুগুন বাড়বে। তিনি জনস্বার্থে অবিলম্বে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।