Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির সমাবেশে প্রাণঘাতী হামলা গভীরভাবে উদ্বেগজনক

ডিসেম্বরে সরকারকে চিঠি দিয়েছিল জাতিসংঘ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ১২:০২ এএম

জাতিসংঘের ‘শান্তিপূর্ণ সমাবেশ ও স্বাধীনতার অধিকার’ সম্পর্কিত বিশেষ প্রতিবেদকসহ সংস্থাটির আরো চারজন বিশেষ প্রতিবেদক ও প্রতিনিধি দল বাংলাদেশে বিএনপির সমাবেশ এবং সারা দেশে বিক্ষোভের ওপর সহিংস হামলা ঘটার পর গভীর উদ্বেগ প্রকাশ করে সরকারকে লিখেছিল। ২০২২ সালের ২৭ ডিসেম্বর জারি করা এ চিঠিটি গত সোমবার জাতিসংঘের হাই-কমিশনার অফ হিউম্যান রাইটস-এর কার্যালয় থেকে জনসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘আমরা বাংলাদেশের বিভিন্ন জেলাজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর টিয়ারগাস, সক্রিয় গোলাবারুদ এবং অস্ত্র ব্যবহারসহ অত্যধিক ও প্রাণঘাতী শক্তির আপাত ব্যবহারে, যা কমপক্ষে পাঁচ ব্যক্তির মৃত্যু ঘটিয়েছে এবং বেশ কয়েকজন প্রতিবাদকারীকে আহত করেছে, আমরা গভীরভাবে উদ্বিগ্ন’।
জাতিসংঘ চিঠিতে উল্লেখ করেছে, ‘আগ্নেয়াস্ত্র বা প্রাণঘাতী শক্তি কেবল আত্মরক্ষায় বা অন্যকে রক্ষায় মৃত্যু বা গুরুতর আঘাতের আসন্ন হুমকির বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে এবং অন্য কোনো সম্ভাব্য বিকল্প থাকলে নয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, এটি প্রদর্শিত হয় না যে, এসব বিক্ষোভের পরিস্থিতি প্রয়োজনীয় ও যৌক্তিক বলপ্রয়োগের জন্য এ পরিণতিতে পৌঁছেছিল। এতে বলা হয়েছে যে, গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে দেশব্যাপী বিএনপি সমাবেশের সময় নারায়ণগঞ্জ, ভোলা, মুন্সীগঞ্জ এবং অন্যান্য স্থানে আইন প্রয়োগকারীদের কার্যকলাপ চলেছে। কমপক্ষে চারজন বিক্ষোভকারী মারা গেছেন এবং বিএনপি নেতা তাবিথ আওয়ালসহ অনেকে আহত হয়েছেন। এটি নাগরিক ও রাজনৈতিক অধিকারসম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) লঙ্ঘন, পাশাপাশি, নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির(ইউএনসিএটি) বিরুদ্ধাচরণ।
জাতিসংঘের নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর চিকিৎসা বা শাস্তি সম্পর্কিত বিশেষ প্রতিনিধির স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘অপ্রয়োজনীয়, অতিরিক্ত বা অন্যথায় বেআইনী ব্যবহার এড়ানোর লক্ষ্যে আইন প্রয়োগকারী অভিযানের পরিকল্পনা, প্রস্তুতি এবং পরিচালনার ক্ষেত্রে ব্যবহারিকভাবে সমস্ত সতর্কতা অবলম্বন করতে ব্যর্থতা একটি রাষ্ট্রের নিষ্ঠুর, অমানবিক বা অবনতি রোধে এর এখতিয়ারের মধ্যকার আচরণ বা শাস্তির বাধ্যবাধকতাকে লঙ্ঘন করে।’ চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছিল, যখন তারা নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণ করে একটি সমাবেশ করছিল। এতে বলা হয়েছে, ‘আমরা আরো উদ্বিগ্ন যে, একটি রাজনৈতিক দলের সমর্থকরা অন্য রাজনৈতিক দলের সদস্যদের আক্রমণ করতে সক্ষম হয়েছেন পুলিশ ব্যক্তিদের রক্ষা করতে বা সম্ভাব্য অপরাধমূলক দায়বদ্ধতার তদন্ত করতে হস্তক্ষেপ না করাতে। অন্যের ক্ষতি রোধ করার জন্য আইন প্রয়োগকারীদের একটি দায়িত্ব রয়েছে এবং এটি করতে ব্যর্থ হওয়া নাগরিকদের ক্ষতি থেকে রক্ষার জন্য রাষ্ট্রের যথাযথ বাধ্যবাধকতার লঙ্ঘন।’
চিঠিতে এও বলা হয়েছে যে, কীভাবে বিএনপির স্বেচ্ছাসেবী কর্মীরা বেআইনী গ্রেফতার, আটক এবং মিথ্যা মামলার মুখোমুখি হয়েছেন। বিরোধী রাজনৈতিক নেতাদের এবং স্বাধীন নাগরিক সমাজ গোষ্ঠীর শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেয়ার ক্ষেত্রে এবং একটি সংগঠনে তাদের সদস্যতার ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আচরণ সম্পর্কে জাতিসংঘ উদ্বিগ্ন। চিঠিতে জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, ‘আমরা এসব সংবাদে আরো উদ্বেগে পড়েছি যে, আটক থাকাকালীন ব্যক্তিরা কর্তৃপক্ষের থেকে শারীরিক সহিংসতার মুখোমুখি হয়েছে এবং তাদের চিকিৎসা দিতেও অস্বীকার করা হয়েছে। এসব কিছুই ২০২৩ সালে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের ক্ষমতাকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে।’ এ চিঠিটিতে বিচার বহির্ভূত, সংক্ষেপে বা বিচার বহির্ভূত মৃত্যুদণ্ড কার্যকর এবং স্বেচ্ছাসেবী আটকসম্পর্কিত কর্মকর্তা দলও স্বাক্ষর করেছেন। তারা সরকারকে আইনের এ জাতীয় লঙ্ঘন বন্ধ এবং তদন্ত শুরুর আহ্বান জানিয়েছিল।



 

Show all comments
  • Sakib Munim ১ মার্চ, ২০২৩, ৬:২৬ এএম says : 0
    তরুণ সকল ছাত্র নেতারা দায়িত্ব হাতে নেন...আপনারা সকলে এক এক জন নেতৃত্ব...নিজ নিজ অবস্থান থেকে শক্তি নিয়ে একতাবদ্ধ হন...সকল বিরোধীদল একতাবদ্ধ হন...এক হয়ে সমাবেশ করেন...
    Total Reply(0) Reply
  • Abu Salek ১ মার্চ, ২০২৩, ৬:২৭ এএম says : 0
    যতই হামলা, মামলা, গ্রেফতার করা হোক আমরা পিছপা হবোনা ইনশাআল্লাহ! সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারীকে বিদায় করা হবে
    Total Reply(0) Reply
  • Abu Salek ১ মার্চ, ২০২৩, ৬:২৭ এএম says : 0
    যতই হামলা, মামলা, গ্রেফতার করা হোক আমরা পিছপা হবোনা ইনশাআল্লাহ! সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারীকে বিদায় করা হবে
    Total Reply(0) Reply
  • Sakib Munim ১ মার্চ, ২০২৩, ৬:২৭ এএম says : 0
    বুদ্ধিমত্তা দেশের কাজে লাগাইতে হবে...কিভাবে দেশকে আরও শিক্ষিত করা যায়...দেশের সংস্কৃত আরও ভালো করা যায়...কিভাবে দেশে শিক্ষিত জনবহুল তৈরি হবে...কিভাবে দেশ একটি গণতান্ত্রিক দেশ হিসাবে থাকবে...কিভাবে আরও বিভিন্ন সেক্টর এ আরও ভালোভাবে কাজ করা যায় সেইগুলো তে মাথা কাজে লাগাইতে হবে...আমরা আমাদের মাথা সঠিকভাবে দেশের কাজে লাগাইতেসি না...আমাদের দেশ র গণতন্ত্র এর জন্য ভালোভাবে মাথা কাজে লাগাইতে হবে...
    Total Reply(0) Reply
  • Md.Shimul Hossen ১ মার্চ, ২০২৩, ৬:২৮ এএম says : 0
    জাতিসংঘ বলে কিছু নাই জাতিসংঘ যতি থাকতো তাইলে ইসরায়েলের হাতে ফিলিস্তিনিদের নির্মম ভাবে মরতে হতো না বাংলাদেশ এ জাতিসংঘের মন্তব্য করারা মতো বিষয় এখনো তেরি হয়নি?
    Total Reply(0) Reply
  • Nargis Akter ১ মার্চ, ২০২৩, ৬:২৮ এএম says : 0
    There is no justice in this country, this is our golden Bangladesh.
    Total Reply(0) Reply
  • MD Biplob Uddin ১ মার্চ, ২০২৩, ৬:২৮ এএম says : 0
    ধিক্কার জানাই অবৈধ সরকারের পেটুয়া বাহিনীকে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ