Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই হাত তুলে ওয়াদা করুন নৌকায় ভোট দেবেন

কিশোরগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ মার্চ, ২০২৩, ১২:০২ এএম

কিশোরগঞ্জের মিঠামইনের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত জনতাকে নৌকায় ভোট দেয়ার ওয়াদা করালেন। তিনি বললেন, দুই হাত তুলে ওয়াদা করুন নৌকায় ভোট দেবেন। গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এই ওয়াদা করান।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামীতেও নির্বাচন আসবে। নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়- এটা এখন সর্বজনীন বিদিত। আগামীতেও একমাত্র নৌকা মার্কার সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে। আগামীতে যে নির্বাচন হবে এই বছরের শেষে বা ২০২৪-এর জানুয়ারিতে, সেখানেও আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনারা ওয়াদা করেন দুই হাত তুলে নৌকায় ভোট দেবেন।

শেখ হাসিনা বলেন, নৌকা এটা আমাদের প্রতীক। এই নৌকায় ভোট দিয়েছে বলেই বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দিয়েছে বলেই আজকে কিশোরগঞ্জের মানুষ আর অবহেলিত নেই। আজকে এটি উন্নত জেলা হিসেবে পরিণত হয়েছে। নৌকায় ভোট দিয়েছে বলে, আজকে দেশের মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছে। তিনি আরো বলেন, কিশোরগঞ্জের হলো সেই জেলা, যেখান থেকে যুদ্ধের সময় যখন বঙ্গবন্ধু গ্রেফতার হয়েছিলেন তখন যে সরকার গঠন হয়েছিল সৈয়দ নজরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আর তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী ছিলেন। তারা তখন মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমান ছিলেন এই কিশোরগঞ্জের। আর এখন হামিদ ভাই, তিনিও প্রেসিডেন্ট। কাজেই আমি তো দেখি কিশোরগঞ্জ থেকে সবসময় রাষ্ট্রের প্রধান হয়ে সারা বাংলাদেশ পরিচালনা করছে। কিশোরগঞ্জবাসী ভোট দেন, তাই সবসময় আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, আমার কোন চাওয়া পাওয়ার কিছু নেই। মা, বাবা, ভাই সব হারিয়েছি। আমি নিঃস্ব, রিক্ত। এদেশের মানুষকে আমার বাবা ভালোবেসেছিলেন, তিনি তার জীবন দিয়ে গেছেন। জীবন দিয়ে গেছেন আমার মা, আমার ভাইয়েরা। আজকে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি আপনাদের ভাগ্য পরিবর্তন করবার জন্য। আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন। এই সংগঠন যখন ক্ষমতায় আসে দেশের মানুষের কল্যাণ হয়। মানুষ খেয়ে পরে ভালো থাকে। মানুষের ভাগ্য পরিবর্তন হয়।

১৪ বছরে আজকের বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আজকে বাংলাদেশ বিশ্বে মর্যাদা পেয়েছে, উন্নয়নের রোল মডেল। এই বাংলাদেশ এগিয়ে যাবে। এই মিঠামইন, ইটনা, অষ্টগ্রামসহ কিশোরগঞ্জের প্রত্যেকটি সিটে গত নির্বাচনে এবং পরপর এই তিন নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন। তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা, সেই নৌকা মার্কায় ভোট দিয়েই এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। নৌকা মার্কায় ভোট দিলেই যে দেশের উন্নতি হয় সেটা আজকে সর্বজন বিদীত।

মঞ্চে উপস্থিত প্রেসিডেন্ট আবদুল হামিদের ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিককে দেখিয়ে শেখ হাসিনা বলেন, গত নির্বাচনে প্রেসিডেন্টের ছেলেকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের প্রতি কতৃজ্ঞতা জানাই। আগামীতেও এক মাত্র নৌকা মার্কা সরকারে আসলে আপনাদের উন্নতি হবে, দেশের উন্নতি হবে। এই হাওড় অঞ্চলের উন্নয়নে যে সার্বিক কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি সেগুলো বাস্তবায়িত হবে। তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। তাই আপনাদের পাশে আমরা সব সময় আছি।

আওয়ামী লীগ সরকারের সঙ্গে অন্য সরকারগুলোর কাজের তুলনা করে শেখ হাসিনা বলেন, ওই সব সরকার লুটপাট, অর্থপাচার, জঙ্গিবাদ, দুর্নীতি, সন্ত্রাস, মানুষ হত্যা করে, আর আওয়ামী লীগের নেতা-কর্মীর ওপর অকথ্য নির্যাতন চালায়। মানুষের ওপর অত্যাচার আর মানুষকে শোষণ করা ছাড়া আর কিছু তারা দিতে পারে নাই, পারবেও না। সংবিধান লংঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী সামরিক স্বৈরশাসক বিএনপি গঠন করেছেন উল্লেখ করে তিনি বলেন, তারা (বিএনপি) জনগণকে নির্যাতন ও লুটপাট ছাড়া কিছুই দিতে পারে না। কেননা যাদের হাতে এই দলটি সৃষ্টি, তারা কখনো জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যায় না, ক্ষমতা দখর করে। যে ক্ষমতা দখলকে উচ্চ আদালতও অবৈধ ঘোষণা করেছে। তাই যখনই এরা ক্ষমতায় এসেছে, এদেশের মানুষের সম্পদ লুট করেছে, বিদেশে পাচার করে এখন আরাম আয়েশে দিন কাটায়।

মিঠামইন উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল হক। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্থানীয় রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক এম এ আফজাল প্রমুখ।

আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন : এর আগে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে তিনি মিঠামইনে পৌঁছান। সেখানে তিনি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী চলে যান প্রেসিডেন্ট আবদুল হামিদের কামালপুর গ্রামের বাড়িতে। সেখানে তিনি সড়ক ও সেতুমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কয়েকজন সফরসঙ্গীকে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ গ্রহণ করেন। সেখানে ছিলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মধ্যাহ্নভোজ শেষে বিকেলে মিঠামইনে সুধী সমাবেশে যোগ দেন।

কিশোরগঞ্জের মিঠামইনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নির্মাণ করা হয় বহু দৃষ্টিনন্দন তোরণ। পুরো জেলায় সাজ সাজ রব পড়ে গিয়েছিল। বক্তৃতার জন্য নির্মাণ করা হয় সুদৃশ্য নৌমঞ্চ। মিঠামইনে তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কয়েক দিন ধরে আনন্দ মিছিল হয়েছে। সেনানিবাস থেকে প্রেসিডেন্টের বাড়ি যাওয়ার রাস্তা কামালপুর ফায়ার সার্ভিস অফিস এলাকা থেকে বক্তৃতা মঞ্চ পর্যন্ত ১৩টি তোরণ করা হয়। ফেস্টুন দিয়ে রাস্তার দু›পাশ সুসজ্জিত করা হয়েছে।

এ ছাড়া পল্লী বিদ্যুৎ অফিস থেকে মঞ্চ পর্যন্ত রাস্তার দু’পাশ সাদা কাপড়ে মুড়ে দেওয়া হয়। এখনকার প্রেসিডেন্ট আবদুল হামিদ যখন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিলেন সেই ১৯৮৮ সালের সেপ্টেম্বরেও একবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে মিঠামইন সফর করেন। দীর্ঘ ৩৫ বছর পর আবারও মিঠামইন সফরে যান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব জানান, সুধী সমাবেশের প্যান্ডেলে ৮০০ চেয়ার রাখা হয়। প্রবেশাধিকার সীমিত হলেও প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য জেলার অন্যান্য উপজেলাসহ হাওরের বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ ট্রলারযোগে মিঠামইনে হাজির হন। এমনকি পার্শ্ববর্তী হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা থেকেও প্রচুর লোক আসেন নৌপথে। যদিও নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির কারণে তাদের সমাবেশস্থল থেকে অনেক দূরে থাকতে হয়। তারপরও পুরো হাওরাঞ্চল লোকে লোকারণ্য হয়ে যায়। ##



 

Show all comments
  • Atm Selim ১ মার্চ, ২০২৩, ৬:১৮ এএম says : 0
    আজ কাল নৌকায় কি আবার ভোটও দেয়া লাগে!!
    Total Reply(0) Reply
  • Shajahan Saju ১ মার্চ, ২০২৩, ৬:১৮ এএম says : 0
    জনগণের উপর আস্থা নেই। তাই সফদ করাচ্ছে
    Total Reply(0) Reply
  • Tahabir Hasan Mitul ১ মার্চ, ২০২৩, ৬:১৮ এএম says : 0
    ১ মাস ধরে মুরগি কিনে খেতে পারি না মাননীয় প্রধানমন্ত্রী
    Total Reply(0) Reply
  • Md Safiqul Alam ১ মার্চ, ২০২৩, ৬:২১ এএম says : 2
    আগামীতেও একমাত্র নৌকা মার্কার সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়।
    Total Reply(0) Reply
  • Md Younus Ali Sk ১ মার্চ, ২০২৩, ৬:২০ এএম says : 0
    হাত তোলা লাগবে না শুধু একবার নিরপেক্ষ নির্বাচন দেন
    Total Reply(0) Reply
  • Md Safiqul Alam ১ মার্চ, ২০২৩, ৬:২১ এএম says : 1
    হাওর এলাকার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে মিঠামইনের ক্যান্টনমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    Total Reply(0) Reply
  • Umme Habiba ১ মার্চ, ২০২৩, ৬:২১ এএম says : 0
    প্রাকৃতিক দুর্যোগের সময় হাওর অঞ্চলের মানুষ বেঁচে থাকার জন্য সবসময় সংগ্রাম করে।
    Total Reply(0) Reply
  • Umme Habiba ১ মার্চ, ২০২৩, ৬:২১ এএম says : 0
    প্রাকৃতিক দুর্যোগের সময় হাওর অঞ্চলের মানুষ বেঁচে থাকার জন্য সবসময় সংগ্রাম করে।
    Total Reply(0) Reply
  • Md Safiqul Alam ১ মার্চ, ২০২৩, ৬:২১ এএম says : 2
    আগামীতেও একমাত্র নৌকা মার্কার সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়।
    Total Reply(0) Reply
  • Syed Habib ১ মার্চ, ২০২৩, ৭:০১ এএম says : 0
    আপনি আগে ওয়াদা করেন আমরা নিশ্চিন্তে ভোট দিতে পারবো!!!! গতবার পরীক্ষামূলক ভাবে ভোট দিতে যাবার আগে ড্রাইভার কে ভোট দিতে পাঠায়ছিলাম। বেচারা থাপ্পড় খেয়ে বাসায় ফিরছে। মান ইজ্জত বাঁচাতে আমরা আর ভোটকেন্দ্র মুখী হই নাই।
    Total Reply(0) Reply
  • Syed ১ মার্চ, ২০২৩, ৭:০৩ এএম says : 0
    আপনি আগে ওয়াদা করেন আমরা নিশ্চিন্তে ভোট দিতে পারবো!!!! গতবার পরীক্ষামূলক ভাবে ভোট দিতে যাবার আগে ড্রাইভার কে ভোট দিতে পাঠায়ছিলাম। বেচারা থাপ্পড় খেয়ে বাসায় ফিরছে। মান ইজ্জত বাঁচাতে আমরা আর ভোটকেন্দ্র মুখী হই নাই।
    Total Reply(0) Reply
  • Latiful ১ মার্চ, ২০২৩, ৮:২২ এএম says : 0
    যে নৌকার মধ্যে গর্ত আছে না
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ