Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাষ্ট্রদূতকে ডেকে ফের রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বললো ঢাকা

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সুচির বিশেষ দূত আসছেন
বিশেষ সংবাদদাতা : মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে আবারও ডেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে ঢাকা। ৯ অক্টোবরের পর থেকে দেশটির ৫০ হাজার নাগরিক (রোহিঙ্গা) বাংলাদেশে আশ্রয় নিয়েছে দাবি করে এ আহ্বান জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার  দুপুরে রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ আহ্বান জানানো হয়। থানের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়, কনস্যুলার) কামরুল আহসান।
বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানান, গত মঙ্গলবার বাংলাদেশী জেলেদের একটি নৌকায় মিয়ানমারের বাহিনীর গুলি করার ঘটনায় একটি প্রতিবাদ পত্র হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, জেলেরা বাংলাদেশের জলসীমায় থাকার পরেও মিয়ানমারের বাহিনী তাদের ওপর গুলি চালিয়েছে।
ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পর দুপুর ১টার দিকে রাষ্ট্রদূত মিয়ো মিন্ট থান্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। বেরিয়ে যাওয়ার পর পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান সাংবাদিকদের বলেন,  মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিকভাবে দুটি পত্র হস্তান্তর করা হয়েছে। প্রথম পত্রে বাংলাদেশে অবস্থিত নিবন্ধিত ও অনিবন্ধিত সব রোহিঙ্গা নাগরিককে যত দ্রুত সম্ভব ফেরত নেয়ার জন্য বলা হয়েছে।
কামরুল আহসান বলেন, দ্বিতীয় পত্রে গত মঙ্গলবার সেন্ট মার্টিনে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে চার বাংলাদেশী জেলের আহত হওয়ার ঘটনা পূর্ণ তদন্ত ও ক্ষতিপূরণ দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। ওই বাংলাদেশী মাছ ধরার ট্রলারে মিয়ানমারের নৌবাহিনীর গুলির ঘটনারও কড়া প্রতিবাদ জানানো হয়।
মিয়ানমারের নেত্রী আং সান সুচি রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে কথা বলতে তার এক বিশেষ দূত পাঠাচ্ছেন বাংলাদেশে। পররাষ্ট্র সচিব শহীদুল হক গতকাল  বৃহস্পতিবার বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত এই বিশেষ দূত পাঠানোর কথাটি বাংলাদেশকে জানান।
 বিবিসি জানায়, পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, উনি (রাষ্ট্রদূত) আমাদের বলেছেন তাদের একজন স্পেশাল এনভয় (দূত) আসবেন। তারা শিগগিরই আমাদের জানাবেন কবে আসবেন।
শহীদুল হক  জানিয়েছেন, রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা হাজার-হাজার রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা মূল্যায়নের জন্য এ দূত পাঠাচ্ছেন সুচি। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের হত্যা-ধর্ষণ-নির্যাতন বন্ধে কোনো ভূমিকা না রাখায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আং সান সুচি›র কড়া সমালোচনা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ