Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিযুক্ত ৫ শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

ইবিতে ছাত্রী নির্যাতন

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে নবীন ছাত্রীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৫ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই বাচাই করে এই সিদ্ধান্ত নিয়েছেন হল কর্তৃপক্ষ। গতকাল সোমবার হল প্রভোস্টের কার্যালয়ে আলোচনা শেষে হল প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

দুপুরে আলোচনায় বসেন হলের তদন্ত কমিটি ও প্রভোস্ট এবং হল সংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনা যাচাই বাছাই করে সবার সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। আগামী ১লা মার্চের মধ্যে তাদেরকে হল ত্যাগ করতে বলা হয়েছে।

বহিষ্কৃত পাঁচ শিক্ষার্থী হলেন- পরিসংখ্যান বিভাগের সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম, আইন বিভাগের ইসরাত জাহান মীম, ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মী ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মুয়াবিয়া জাহান।

উল্লেখ্য, দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ফুলপরীকে রাতভর র‌্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ উঠে। এতে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ছাত্রলীগ কর্মী তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, ইসরাত জাহান মিমি ও হালিমা খাতুন উর্মীসহ কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ ভুক্তভোগীর।



 

Show all comments
  • আমান ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩০ পিএম says : 0
    বিশ্ববিদ্যালয় গুলির চ্যান্সেলরতো স্বযং প্রেসিডেন্ট। উনাকে অনুরোধ করবো উনার শেষ সময়ের মধ্যে এমন একটা কঠোর পদক্ষেপ গহন করা যাতে করে বিশ্ববিদ্যালয়গুলিতে আর যেন এই ধরনের ন্যাক্কার জনক কান্ড আর না ঘটে।
    Total Reply(0) Reply
  • আমান ২৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৩১ পিএম says : 0
    বিশ্ববিদ্যালয় গুলির চ্যান্সেলরতো স্বযং প্রেসিডেন্ট। উনাকে অনুরোধ করবো উনার শেষ সময়ের মধ্যে এমন একটা কঠোর পদক্ষেপ গহন করা যাতে করে বিশ্ববিদ্যালয়গুলিতে আর যেন এই ধরনের ন্যাক্কার জনক কান্ড আর না ঘটে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ