পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
গত বুধবার র্যাংগস ইলেকট্রনিকস লি: যা ‘সনি-র্যাংগ্স’ নামে সর্বাধিক পরিচিত, বিকেলে এট্রিয়াম, টোকিও স্কয়ার জাপান গার্ডেন সিটি, তাজমহল রোড, মোহম্মদপুরে দেশের বাজারে ঢচঊজওঅ ঢ (এক্স সিরিজের সনি স্মার্টফোন) পরিবারের লেটেস্ট মডেল ঢচঊজওঅ ঢত বাজারজাত করা হয়। সনি ইন্টারন্যাশনাল (এস) লি:-এর বাংলাদেশ শাখার প্রধান - মি স্টেনলি তান উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে র্যাংগ্স ইলেকট্রনিক্স লি:-এর জেনারেল ম্যানেজার, মার্কেটিং অ্যান্ড সেল্স তানভীর হোসেন, সিনিয়র মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ জানে আলম, ন্যাশনাল সেল্স ম্যানেজার সারওয়ার জাহান চৌধুরীসহ র্যাংগ্স ইলেকট্রনিকস্ লি:-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সংবাদপত্র ও স্যাটেলাইট চ্যানেলের সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢচঊজওঅ ঢত সনি স্মার্টফোন উদ্বোধনী মূল্য ৫৪,৯০০ টাকায় সনি-র্যাংগ্সের সকল বিক্রয় কেন্দ্রে এই সনি স্মার্টফোন পাওয়া যাবে।-বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।