Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজ দেশে রাশিয়ার মতো আগ্রাসী মনোভাব মেনে নেবেন?’

ঢাকায় ইইউ ডেলিগেশনের প্রশ্ন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

রাশিয়া-ইউক্রেট যুদ্ধের এক বছর পূর্তির দিন গতকাল বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেলিগেশন ‘আপনার দেশে রাশিয়ার মতো আগ্রাসী মনোভাব কি আপনি মেনে নেবেন?’ এমন প্রশ্ন রেখেছেন। এ ছাড়াও অন্যান্য আঞ্চলিক পরাশক্তি যদি রাশিয়াকে অনুকরণ করে তবে তার ফলাফল নিয়েও সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ২৭ দেশের ইউরোপীয় ওই জোট লিখেছে: যদি অন্যান্য আঞ্চলিক পরাশক্তি রাশিয়াকে অনুকরণ করে তবে এর ফলাফল কি হতে পারে? আপনার দেশে একই আগ্রাসী মনোভাব কি আপনি মেনে নেবেন? দ্ব্যর্থহীনভাবে, রাশিয়ার ইউক্রেনের প্রতি অনর্থক আগ্রাসনকে নিন্দা জানানো উচিত।

ওই টুইটের সাথে সংযুক্ত ছবিতে ইউক্রেনের পতাকা ধরে রেখে দেশটির প্রতি সংহতি প্রকাশ করতে দেখা যাচ্ছে ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি এবং তার সহকর্মীদের।
প্রসঙ্গত, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর শেষ হয়েছে। গতকাল শুক্রবার তা দ্বিতীয় বছরে প্রবেশ করেছে। এ উপলক্ষেই বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন এমন পোস্ট করেছে বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

ওদিকে, গত বৃহস্পতিবার এক ভিন্ন টুইটে ঢাকায় নিযুক্ত ইইউ সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ কূটনীতিকদের সাথে ইউক্রেনের পতাকা হাতে দেখা গিয়েছিল ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলিকে। ইইউ কর্তৃক পোস্ট করা ওই টুইটে লেখা হয়েছিল: এক বছর আগে শুরু হওয়া এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের মৌলিক মূল্যবোধ ও নীতি লঙ্ঘনের নিকৃষ্ট উদাহরণ। ইউক্রেনে রাশিয়ার এই আগ্রাসন শুধু ইউরোপ নয়, সব দেশের জন্যই হুমকি স্বরূপ। ইইউ এবং এর সদস্য রাষ্ট্রগুলো কূটনৈতিকভাবে এবং আন্তর্জাতিক মঞ্চে ইউক্রেনের সমর্থনে একতাবদ্ধ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ