Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়ুদূষণ বাড়তে থাকলে বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে

সেমিনারে বক্তারা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৩ এএম

 ঢাকার বায়ুদূষণ ভয়াবহ রূপ নিচ্ছে। প্রায় প্রতিদিনই এ শহর বিশ্বের দূষিত বায়ূর শহরের তালিকায় শীর্ষে থাকছে। এরকম চলতে থাকলে ঢাকায় বায়ুদূষণজনিত বিশেষ স্বাস্থ্য সেবা চালু করতে হবে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘গেøাবাল পলিসি ন্যারোটিভ অব ক্লাইমেট চেঞ্চ অ্যান্ড ন্যাশনাল এনভায়রনমেন্ট সিচুয়েশন’ শীর্ষক সেমিনারে গতকাল বক্তারা এ কথা বলেন।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের সদস্য ও সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ঢাকার বায়ুদূষণ যেভাবে বাড়ছে, এভাবে ক্রমাগত চলতে থাকলে ভবিষ্যতে বায়ুদূষণজনিত বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে। উপক‚লীয় অঞ্চলে পানির লবণাক্ততা বৃদ্ধির কারণে নবাগত শিশুদের মাঝে নতুন নতুন রোগ দেখা দিচ্ছে এবং নারীদের বন্ধ্যাত্বতা বাড়ছে। ক্লাইমেট চেঞ্চ জনিত সংকট মোকাবিলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কাজী সারোয়ার ইমতিয়াজ হাশমী। সেমিনারের প্রথম অধিবেশনে ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ'র সহ-সভাপতি ও স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশের স্থাপত্য বিভাগের অধ্যাপক মুহাম্মদ আলী নকীর সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন সিপিআরডির প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা।
দ্বিতীয় অধিবেশনে পরিবেশ অধিদফতরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কাজী সারোয়ার ইমতিয়াজ হাশমী সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন স্টামফোর্ড বায়ুমÐলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার। সেমিনারের আলোচক হিসাবে উপস্থিত ছিলেন-ডিআইইউ'র প্রোভিসি অধ্যাপক ড. গনেশ চন্দ্র সাহা, দ্যা আর্থ সোসাইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ মামুন মিয়া, ইউএসএআইডি বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সাইয়েদুল ইসলাম। সেমিনার সঞ্চালনায় ছিলেন ডিআইইউ'র পলিটিক্যাল সাইন্স বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. ফজলুল হক (পলাশ) এবং স্বাগত বক্তব্য দেন ডিআইইউ'র পলিটিক্যাল সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শরিফুল আলম।
সেমিনারটি আয়োজন করে-বায়ুমÐলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ; বাংলাদেশ সেন্টার ফর গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; সেন্টার ফর পার্টিসিপেটরী রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট (সিপিআরডি) এবং দ্যা আর্থ সোসাইটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ