Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুমকিতে বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্র

সংসদীয় উপ-কমিটির তদন্ত প্রতিবেদন

পঞ্চায়েত হাবিব | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৩ এএম

কুশিয়ারা নদী তীর সংরক্ষণ প্রকল্পে

অনিয়ম
ভাঙ্গনের হাত থেকে বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্র রক্ষা ও বর্ষা মৌসুমে তিন জেলার ১০টি ইউনিয়নের বন্যা প্রতিরোধে ‘হবিগঞ্জ জেলার বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের সম্মুখে কুশিয়ারা নদীর উভয় তীরের ভাঙ্গনরোধ’ শীর্ষক প্রকল্প নেওয়া হয়। আগামী জুনে ওই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো কাজের প্রায় ৪২ শতাংশ বাকি রয়েছে। প্রকল্পের বাস্তবায়ন কাজ নিয়েও নানা অভিযোগ উঠেছে। প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী কাজ না হওয়ায় হুমকির মুখে পড়েছে বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্র। এমনকি আগামী বর্ষা মৌসুমে বন্যার ঝুঁকিও বাড়বে। সংসদীয় উপ-কমিটির তদন্তে এমনই তথ্য উঠে এসেছে।
পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংসদীয় উপ-কমিটির সদস্যরা গত ২৪ ও ২৫ নভেম্বর হবিগঞ্জ জেলার বিবিয়ানা পাওয়ার প্লান্ট এলাকা সরেজমিন পরিদর্শন করেন। স্থানীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র সাবেক মহাপরিচালক ফজলুর রশিদসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে উপ-কমিটির সদস্য প্রকল্প এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় জনগণসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করেন। ওই তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে উপ-কমিটি একটি প্রতিবেদন তৈরি করে তা মূল কমিটিতে জমা দেওয়া হয়েছে। ওই প্রতিবেদনে প্রকল্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণসহ ৬দফা সুপারিশ তুলে ধরা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে নদীর ঢাল ও নদী তীর প্রতিরক্ষা কাজ অতিদ্রæত সম্পাদনের সুপারিশ করা হয়েছে। সুপারিশে বলা হয়েছে, প্রকল্পের নির্ধারিত সময় আগামী জুন মাস হলেও আগাম বন্যা প্রতিরোধে এপ্রিল মাসের মধ্যেই কাজ শেষ করতে হবে। পানি ধারণ ক্ষমতা বাড়াতে নদীর ড্রেজিং করতে হবে। বিদ্যুৎ প্লান্ট সমূহের সামনে জমে থাকা পলি অপসারণ না করে স্ট্রিম তৈরি ও কুরিং সিস্টেম সচল রাখতে পানি সরবরাহ নিশ্চিত করতে স্বল্প ব্যয়ে দু’টি ইনটেক চ্যানেল নির্মাণ করা যেতে পারে। বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নৌপথে সরবরাহের লক্ষ্যে দু’টি জেটি নির্মাণের ব্যবস্থা করতে হবে। এছাড়া প্রকল্পের প্রতিরক্ষা কাজ টেকসই করতে ¯øপিং বøক, ডাম্পিং বøক ও জিও টিউবের মান ও স্থাপন পদ্ধতি নিয়মিত তদারকির সুপারিশ করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়নে নানা অনিয়ম ও ধীরগতি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন সংসদীয় তদন্ত কমিটির সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, প্রকল্প অনুযায়ী নদীর উভয় তীরের কাজ হওয়ার কথা। কিন্তু গত আড়াই বছরে শুধু ডান তীরে কাজ হয়েছে। অথচ বিদ্যুৎ কেন্দ্রটি নদীর বাম তীরে অবস্থিত। নামের সঙ্গে বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্র না থাকলে হয়তো এ প্রকল্পটি পাশই হতো না। মূলতঃ বিদ্যুৎ কেন্দ্র রক্ষার জন্য এ প্রকল্পটি পাস হয়েছে। অথচ নদীর ভাঙ্গন ডান তীরে বেশি হওয়ায় কেবল ডান তীরেই কাজ হয়েছে। আর বাম তীরে পরিজমে নদী সংকীর্ণ হয়ে গেছে। এতে বিদ্যুৎ কেন্দ্র ঝুকির মুখে পড়েছে। গুরুত্বপূর্ণ ওই প্রকল্পের বাস্তবায়ন কাজের অগ্রগতিও সন্তোষজনক নয়।
সরেজমিন পরিদর্শনকালে প্রকল্প পরিচালক এস এম শহিদুল ইসলাম তদন্ত কমিটিকে জানান, কুশিয়ারা নদীর ডান তীরের নকশা প্রথমে অনুমোদিত হওয়ায় ডান তীর সংরক্ষণ কাজ আগে শুরু হয়। বাম তীরের নকশা দেরিতে অনুমোদনের কারণে বাম তীরের বাস্তবায়ন কাজের অগ্রগতি কম। তাছাড়া করোনাকালীন লকডাউন এবং নির্মাণ সামগ্রী ও শ্রমিক সংকটের কারণে বাস্তবায়ন কাজের ধীর গতি হয়েছে। বর্তমানে প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম থাকায় প্রকল্প বাস্তবায়ন কাজ বিঘিœত হচ্ছে। এ পর্যন্ত প্রকল্প কাজের অগ্রগতি ৫৮ দশমিক ৪ শতাংশ হয়েছে।
এ বিষয়ে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন ইনকিলাবকে বলেন, প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করে সংসদীয় উপ-কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন নিয়ে কমিটির আগামী বৈঠকে আলোচনা হবে। আলোচনা শেষে কমিটির সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেওয়ার জন্য মন্ত্রণালয়কে বলা হবে।
প্রতিবছর বর্ষাকালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ‘কুশিয়ারা ডাইক’ ভেঙে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৫টি, সিলেটের ওসমানী নগর উপজেলার ২টি, মৌলভীবাজার সদর উপজেলার ৩টি ইউনিয়নের কয়েক হাজার হেক্টরের ফসল ও হাওরাঞ্চলের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। নদী ভাঙ্গনের কারণে বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রও ঝুঁকির মুখে পড়ে। এর কারণে কুশিয়ারা নদীর উভয় তীর সংরক্ষণের দাবি জানিয়ে আসছিলো স্থানীয় জনগণ। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ২০২০ সালের ফেব্রæয়ারিতে ৫৭৩ কোটি টাকা ব্যয়ে কুশিয়ারা নদীর উভয় তীর রক্ষায় ‘হবিগঞ্জ জেলার বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের সন্মুখে কুশিয়ারা নদীর উভয় তীরের ভাঙ্গনরোধ’ শীর্ষক প্রকল্প গ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড। সাত দশমিক চার কিলোমিটার নদী তীর ও ঢাল প্রতিরক্ষায় ২০২০ সালের ডিসেম্বরে ১১টি প্যাকেজে কাজ শুরু হয়। কিন্তু বাস্তবায়ন কাজ শুরু থেকে ধীরগতিতে চলছে। এরপর নি¤œমানের উপকরণ ব্যবহার, অদক্ষ লোকবল দিয়ে কাজ করানো ও বাঁধের সঠিক মাপে মাটির ব্যবহার না করার অভিযোগ রয়েছে। এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি পাউবোকে জানানোর পর কাজ না হলে সংসদীয় কমিটিকে জানায়। পরে অভিযোগ তদেন্ত সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ
function like(cid) { var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "clike_"+cid; //alert(xmlhttp.responseText); document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com/api/insert_comment_like.php?cid="+cid; xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } function dislike(cid) { var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "cdislike_"+cid; document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com/api/insert_comment_dislike.php?cid="+cid; xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } function rlike(rid) { //alert(rid); var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "rlike_"+rid; //alert(xmlhttp.responseText); document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com/api/insert_reply_like.php?rid="+rid; //alert(url); xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } function rdislike(rid){ var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "rdislike_"+rid; //alert(xmlhttp.responseText); document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com/api/insert_reply_dislike.php?rid="+rid; xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } function nclike(nid){ var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "nlike"; document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com//api/insert_news_comment_like.php?nid="+nid; xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } $("#ar_news_content img").each(function() { var imageCaption = $(this).attr("alt"); if (imageCaption != '') { var imgWidth = $(this).width(); var imgHeight = $(this).height(); var position = $(this).position(); var positionTop = (position.top + imgHeight - 26) /*$("" + imageCaption + "").css({ "position": "absolute", "top": positionTop + "px", "left": "0", "width": imgWidth + "px" }).insertAfter(this); */ $("" + imageCaption + "").css({ "margin-bottom": "10px" }).insertAfter(this); } }); -->