Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পর্যাপ্ত গবেষণা হয়েছে বলেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২৭ পিএম

বিদেশিদের ওপর নির্ভর করে বাংলাদেশ চলবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পর্যাপ্ত গবেষণা হয়েছে বলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে জানিয়ে তিনি বলেছেন, প্রত্যেক পরিবারকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চায় সরকার।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দেশের মানুষ যেন খাদ্যকষ্ট না পান সরকার সেদিকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘খাদ্য উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা দিচ্ছে সরকার। মাঠে কাজ করা ও ফসল ফলানো গৌরবের বিষয়। সেভাবে মানুষকে সম্পৃক্ত করতে হবে। বাংলাদেশের মানুষ যেন খাদ্যে কষ্ট না পায় সেটাই সরকারের লক্ষ্য।’

উচ্চফলনশীল বিভিন্ন শস্য উৎপাদনে নিবিড় গবেষণায় সরকার নিয়মিত অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘পর্যাপ্ত গবেষণা হয়েছে বলেই, দেশ খাদ্যে স্বয়ংসস্পূর্ণ হয়েছে। কৃষিখাতে গবেষণা ছাড়া কখনোই অগ্রগতি সম্ভব নয়।

বিএনপির আমলের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, বিএনপির আমলে সার দাবি করায় কৃষককে গুলি করে হত্যা করা হয়। তাদের অপরাধ ছিল তারা সারের দাবি করেছিল। বিদ্যুতের দাবি করায় নয়জনকে গুলি করে হত্যা করা হয়। আমাদের সময় কৃষককে সারের পেছনে ছুটতে হবে না। সার কৃষকের দোরগোড়ায় পৌঁছে যাবে। আমরা সেই ব্যবস্থা করেছি।’



 

Show all comments
  • jack ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৪ পিএম says : 0
    আপনার তো কোনো কিছুর অভাব নাই মুখে যা আসে তাই বলে দেন যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ তো তাহলে খাদ্যের দাম এত কেন মানুষ কেন কিনতে পারে না খাদ্য>>>>>>>>>>>>
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ