পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে বিদ্যুৎ, গ্যাস এবং চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও দমণ-নিপীড়ণের প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে-১০ দফা দাবীতে আন্দোলন করছে বিএনপি। এই দাবিতে ইতোমধ্যে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে এবং বিভাগীয় শহরে পদযাত্রা করেছে দলটি। একই দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী সকল জেলায় পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। এই কর্মসূচি সফল করতে আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিএনপির পক্ষ থেকে বলা হয়, আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী সকল জেলায় বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালিত হবে। এই পদযাত্রা কর্মসূচিতে দলের সিনিয়র নেতৃবৃন্দ নেতৃত্ব দিবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী পদযাত্রা সফল করে গণবিরোধী সরকার সৃষ্ট জনদুর্ভোগের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবী আদায়ে চলমান গণ-আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন।
জামালপুর বিএনপির ৫৫ নেতাকর্মীর জামিন
জামালপুর উপজেলা বিএনপির ৫৫ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গত ১১ ফেব্রুয়ারি দেশব্যাপি ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত বিএনপির পদযাত্রায় নাশকতা ও সংঘর্ষের ঘটনায় করা মামলায় তারা এ জামিন লাভ করেন। অন্তর্বর্তীকালিন এই জামিনের মেয়াদ ৬ মাস। পরবর্তীতে তাদের বিচারিক আদালতে হাজির হতে বলা হয়েছে। এ তথ্য জানিয়েছেন জামিনপ্রাপ্তদের আইনজীবী মো. সেলিম মিয়া। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি মো. আমিনুল ইসলামের ডিভিশন বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। বিএনপি নেতাকর্মীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট কামাল হোসেন। সরকারপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। প্রসঙ্গত: গত ১১ ফেব্রুয়ারি বিএনপির ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের কাজে বাধা এবং নাশকতার অভিযোগে জামালপুর সদর থানায় পৃথক তিনটি মামলা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।