পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার : ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানের শয্যাপাশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলেল নেতাকর্মীরা তাকে হাসপাতালে দেখতে যান।
হৃদরোগে আক্রান্ত হয়ে গত তিনদিন ধরে মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি রয়েছেন শফিউল আলম প্রধান। গতকাল তার আশু রোগমুক্তি কামনায় দলীয় কার্যালয়ে দলের তরফ থেকে দোয়া মাহফিলের আয়োজন করে জাগপা। এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের নিয়ে শফিউল আলম প্রধানকে দেখতে যান। এ সময় তিনি শফিউল আলম প্রধানের ব্যক্তিগত চিকিৎসক ডা. নাজিউর রহমানের সাথে কথা বলেন। প্রধানের শারীরিক অবস্থার খোঁজ নেন। পরে তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে শফিউল আলম প্রধানের জন্য দোয়া কামনা করেন।
এর আগে সকালে শফিউল আলমকে দেখতে যান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট তৈমুর আলম খন্দকার, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তাজা, জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।