Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরকিয়া সন্দেহে স্ত্রী ও কন্যাকে হত্যা করে জেবিন দেব

কক্সবাজারের হোটেলে মা-মেয়ের লাশ উদ্ধার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সী আলিফ হোটেলের কক্ষ থেকে শিশুসহ নারীর লাশ উদ্ধারের রহস্য উন্মোচন করেছে পুলিশ। স্ত্রীকে শ্বাসরোধ করে এবং ৮ মাস বয়সী মেয়েকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করেন জেবিন দে ওরফে দুলাল বিশ্বাস। গতকাল শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছে পুলিশ।
এর আগে ঘটনার দিন শুক্রবার রাতেই জেবিন কক্সবাজার থেকে পালিয়ে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় অবস্থান করে। এসময় বাকলিয়া থানার পুলিশ ঘাতক জেবিন দেবকে আটক করে। পালানোর আগে দুই মেয়েকে বাঁশখালী গ্রামের বাড়িতে রেখে জেবিন চট্টগ্রাম গেলে পুলিশের হাতে আটক হয়।
কক্সবাজার সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, কক্সবাজারের ঘটনার পর অভিযুক্তকে আটক করতে নিকটবর্তী থানায় খবর পাঠায় পুলিশ। ওই খবরের প্রেক্ষিতে নতুন ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে এবং আট মাস বয়সী মেয়েকে হত্যার দায় স্বীকার করেন জেবিন দেব।
জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি মুলক জবানবন্দিতে জেবিন দেব জানায়, তিনি একজন প্রবাসী। পারিবারিকভাবে অসন্তোষ ছিল তার। তাদের সাংসারিক জীবনে কলহ লেগে ছিল এবং স্ত্রীকে তিনি পরকিয়ার সন্দেহ করতেন। তাই ছোট মেয়েকে নিয়ে সংসারের মধ্যে অশান্তি ও সম্পর্কের টানা পোড়ন ছিল। ফলে সে গত ৫ ফেব্রুয়ারি বিদেশ থেকে ফিরে আসে। তিনি বিদেশ থেকে আসার পর গত গত ৭ ফেব্রুয়ারি একবার কক্সবাজার এসে ঘুরে যায়। ওই সময় জেবিন দে তার স্ত্রী ও ছোট মেয়েকে হত্যা করার পরিকল্পনা করে। সে মোতাবেক ১৪ ফেব্রুয়ারি কক্সবাজারে এসে হোটেল সী আলিফে উঠেন এবং পরিকল্পনা মতো স্ত্রী ও শিশু কন্যাকে হত্যা করেন। গত শুক্রবার বিকাল সাড়ে ৩টায় কলাতলীর সী আলিফ নামের আবাসিক হোটেলের ৪১১ নম্বর কক্ষ থেকে মা-মেয়ের লাশ দুইটি উদ্ধার করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ