Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোবারকগঞ্জ চিনিকলে ১১ দিনে ৮২ ঘণ্টা ব্রেকডাউন

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলে আখ মাড়াই শুরুর ১১ দিনে ৮২ ঘন্টা ব্রেক ডাউন হয়েছে। সর্বশেষ ২৫ ডিসেম্বর ব্রেক ডাউন হওয়ার পর মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে মিলটি চালু করা হয়। ঘনঘন মাড়াই কাজ বন্ধের ফলে এ বছরও মিলটি লোকসানে যাওয়ার আশংকা রয়েছে। পুরাতন যন্ত্রপাতি, জ¦ালানী সংকট ও ঘুষের বিনিময়ে অদক্ষ শ্রমিক নিয়োগের ফলে এমনটি হচ্ছে বলে কৃষক ও সাধারণ শ্রমিকদের দাবি। মোচিক সুত্রে জানা গেছে, এ বছর প্রায় ৭ কোটি টাকা খরচ করে মেরামত করা হয়। তবে মিলের নাম প্রকাশে অনিচ্ছুক দ্বায়িত্বশীল কর্তারা জানিয়েছেন যান্ত্রিক ত্রুটির কারণেই এ সমস্যা হচ্ছে। ব্রেকডাউনের ফলে গত ১১ দিনে মিলের কয়েক লাখ টাকা অপচয় হয়েছে। মোবারকগঞ্জ সুগার মিল সুত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর ১৩ ঘন্টা ৪৫ মিনিট, ১৮ ডিসেম্বর ৫ ঘন্টা ৩০ মিনিট, ১৯ ডিসেম্বর ৬ ঘন্টা, ২০ ডিসেম্বর ১ ঘন্টা ৪৫ মিনিট, ২২ ডিসেম্বর ৯ ঘন্টা, ২৪ ডিসেম্বর ৫ ঘন্টা, ২৫ ডিসেম্বর ৮ ঘন্টা এবং সর্বশেষ ২৬ ডিসেম্বর ৪ ঘন্টা ব্র্রেক ডাউন হয়েছে। ২৭ ডিসেম্বর মধ্য রাতে মিলটি চালু করা হয়। ব্রেক ডাউনের কারণ হিসেবে মোচিকের শ্রমিকরা জানান, সাধারণত মিল হাউজ ও  বয়লার হাউসে বেশি সমস্যা হচ্ছে। মিল হাউজে পুরাতন যন্ত্রপাতি দিয়ে মাড়াই কার্যক্রম চালানো হচ্ছে। বেশির ভাগ সময়েই মিলে কার্টার ও আখের রস সংগ্রহের রুলারে জাম বেড়ে যাচ্ছে। আর এ কারণে ব্রয়লার হাউজে ঠিক মত জ¦ালানী সরবরাহ হচ্ছে না। মিলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, মুলত এই ব্র্রেক ডাউন গুলো যান্ত্রিক ত্রুটি। মিল চালাতে গেলে যন্ত্রাংশ নষ্ট হবে এটা স্বাভাবিক। তবে তিনি স্বীকার করেন পুরাতন যন্ত্র পাতি দিয়ে মিল চালানোর কারণেই এই ব্র্রেক ডাউন হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ