Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শার্শায় ২ বিঘা ফসলের ক্ষেত পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস : পূর্ব শত্রুতার জের ধরে ঘাস মারা বিষ স্প্রে করে ২ বিঘা সবজি ক্ষেত পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার পশ্চিম কোটা গ্রামে। এ বিষয়ে ভুক্তভোগী কৃষক আতিয়ার রহমান শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, উপজেলার পশ্চিম কোটা গ্রামের মৃত আবুবক্কারের ছেলে বর্গা চাষি আতিয়ার রহমানের সাথে একই গ্রামের শের আলী দফাদারের ছেলে আনোয়ার হোসেন, মৃত ইউসুফ মোড়লের ছেলে হাচিন, আব্দুর রশিদের ছেলে কামাল, জিন্নাত আলীর ছেলে সান্টু ও আফছার মোড়লের ছেলে জিয়ারুলের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এরই জের ধরে ২৭ ডিসেম্বর দিবাগত রাতে আতিয়ার রহমানের আলু, পটল, পেঁয়াজ, রসুন ও উচ্ছে ক্ষেতে বিষাক্ত ঘাস মারা বিষ স্প্রে করে। এতে আতিয়ারের প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়।
অভিযোগে আরও জানা গেছে, ঐ চক্রটি গত ১৫ ডিসেম্বর রাতে কৃষক আতিয়ারের ক্ষেতে থাকা একটি শ্যালো মেশিন চুরি করে নিয়ে যায়। তারা মেশিনের বোরিংয়ে ইট,পাথর দিয়ে বোরিং অকেজো করে দেয়। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার চেষ্টা চালালেও অভিযুক্তরা এলাকার প্রভাবশালী হওয়ায় কোন সুরাহা হয়নি।
নিরুপায় হয়ে ভুক্তোভোগী ক্ষতিগ্রস্ত কৃষক আতিয়ার রহমান সুবিচার পাওয়ার আসায় ২৭ ডিসেম্বর শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ব্যাপরে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ