Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো: মনজুর মফিজের যোগদান

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মো: মনজুর মফিজ ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে গত মঙ্গলবার যোগদান করেছেন। ডাচ্-বাংলা ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের পূর্বে তিনি দি সিটি ব্যাংক লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। মো: মনজুর মফিজ দীর্ঘ ২৩ বছরের অভিজ্ঞতায় তার কর্মময় জীবনকে সমৃদ্ধ করেছেন। তিনি পাঁচ বছর বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে, ১৪ বছর এবি ব্যাংকে এবং তিন বছর দি সিটি ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি লাভের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে সোনালী ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি এবি ব্যাংকে বিভিন্ন পর্যায়ে ১৯৯৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট ফাইন্যান্স ডিভিশনের প্রধান ছিলেন। এ ছাড়াও তিনি দি সিটি ব্যাংক লিমিটেডে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কমার্শিয়াল ব্যাংকিং ডিভিশনের প্রধান হিসেবে সেপ্টেম্বর ২০১৩ সাল থেকে কর্মরত ছিলেন। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ