Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাগড়াছড়ির ২০১৩’র অর্থনৈতিক শুমারীর রিপোর্ট প্রকাশ

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতায় পরিচালিত খাগড়াছড়ি পার্বত্য জেলার অর্থনৈতিক শুমারী রিপোর্ট ২০১৩ প্রকাশ ও প্রকাশনার মোড়ক উম্মোচন করা হয়েছে। জেলা প্রশাসন ও পরিসংখ্যান অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব অডিটোরিয়ামে প্রকাশনা উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়।  
জেলা পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক এইচ এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এটিএম কাউছার হোসেন।
এসময় অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াছমিন ও খাগড়াছড়ি চেম্বার অব কমার্সের পরিচালক সুদর্শন দত্ত। এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলার অর্থনেতিক শুমারী উপস্থাপন করেন পরিসংখ্যান কর্মকর্তা ইসরাত জাহান নাসরিন ।  সেমিনারে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তারা অংশ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ