Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনামসজিদ স্থলবন্দরে কোয়ারিন্টাইন ষ্টেশনের উদ্বোধন

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, ভারত থেকে আমদানিকৃত মৎস্য ও প্রাণিজ খাদ্য পরীক্ষা নীরিক্ষা করে ছাড় করার জন্য এ কোয়ারিন্টাইন ষ্টেশন তৈরী করেছে সরকার। যাতে প্রাণিজ খাদ্যে জীবানু প্রবেশ করতে না পারে। বর্তমান শেখ হাসিনা সরকার ২০১১ সাল থেকে দেশের বিভিন্ন স্থলবন্দরে এ কোয়ারিন্টাইন ষ্টেশন স্থাপন করে মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি গতকাল বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে প্রাণিসম্পদ কোয়ারিন্টাইন ষ্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. গোলাম রাব্বানির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আবুল কালাম, রাজশাহী বিভাগের উপ-পরিচালক রেজাউল ইসলাম, প্রাণি সম্পদ অধিদপ্তরের প্রাণিরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ প্রকল্প’র পরিচালক শফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথি কোয়ারিন্টাইন ষ্টেশন এর নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ