Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্র অধিকার পরিষদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আহত ২৬

বিশ্ববিদ্যালয় রিপোর্টার : | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কর্মসূচিতে হামলা করেছে ছাত্রলীগ। এতে পরিষদের অন্তত ২৬ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সেল। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিষদের ঢাবি শাখা জানায়, ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পরিষদের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যে সমবেত হয়। সেখান থেকে টিএসসিতে আসার পথে তাদের বাধা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বাধা অতিক্রম করে এগিয়ে যেতে থাকে পরিষদ। একপর্যায়ে ঢাবির বিজয় একাত্তর হল ছাত্রলীগের কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী মুনাফ প্রান্ত এবং সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের নেতা, লোকপ্রশাসন বিভাগের ১৬-১৭ সেশনের শিক্ষার্থী ইবনে আব্দুল হক রাব্বী, জহুরুল হক হলের ১৫-১৭ সেশনের ফরিদ জামান, জিয়া হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীর আলম চৌধুরী ও মুহসিন হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এম আর জিহাদের নেতৃত্বে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ও কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লার উপর হামলা করা হয়।
বিজ্ঞপ্তিতে হামলাকারীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকতের অনুসারী হিসেবে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, ছাত্রলীগের এই হামলায় এখন পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ২৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ব্যর্থ প্রক্টর উল্লেখ করে তাঁর পদত্যাগ দাবি করেন পরিষদের ঢাবি শাখা। অনতিবিলম্বে এই হামলাকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানায় তারা।
একই বিষয়ে গতকাল বিকেলে প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ছাত্র ফেডারেশন। সংগঠনটির সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ এক যৌত বিবৃতিতে ছাত্র অধিকার পরিষদের অনুষ্ঠানে হামলাকারীদের বিচারে আওতায় আনার দাবি জানায়।
এ বিষয়ে জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ কে এম গোলাম রব্বানীকে ফোনে পাওয়া যায়নি। ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমি শুনেছি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট টিম জয় লাভ করায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়ানুরাগী শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল করার সময় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা খেলা হারাম, উদযাপন হারাম বলে তাদের উপর হামলা করে। পরে তাদের হামলার প্রতিবাদ করে সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ে আতঙ্কের প্রতিশব্দ ছাত্রলীগ: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নির্যাতন নিপিড়ন, বিরোধী মত দমনের অপচেষ্টা, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপকর্মের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ে আতঙ্কের প্রতিশব্দ বলে উল্লেখ করা হয়েছে ছাত্রলীগের নাম। গতকাল শুক্রবার ঢাবি ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবি এম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে নেতারা বলেন, গত কয়েকদিনের ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের ক্যাডারেরা নিজেদের মধ্যে রক্তক্ষয়ী ও নৃশংস সংঘর্ষের মাধ্যমে শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ অব্যাহতভাবে নস্যাৎ করছে। ক্যাম্পাস প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, ছাত্রী নিপীড়ন, বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর আক্রমণ, সাংবাদিকদের নির্যাতন, ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ ছাত্রলীগের বিভিন্ন অপকর্মের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ আজ এক আতঙ্কের প্রতিশব্দে পরিণত হয়েছে। পরিকল্পিতভাবে ছাত্রদলকে ক্যাম্পাসের বাইরে রাখা হয়েছে উল্লেখ করে তারা আরও বলেন, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ক্যাম্পাসগুলো ছাত্রলীগের সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নির্বিঘ্নে নিজেদের অপকর্ম করে যাওয়া এবং সাধারণ শিক্ষার্থীদের নিপীড়নের বিষয়ে বিরোধী মতের ছাত্র সংগঠনগুলো যাতে প্রতিবাদ করতে না পারে, সে কারণেই পরিকল্পিতভাবে দেশের প্রায় সব ক্যাম্পাসে ছাত্রদলকে ক্যাম্পাসের বাইরে রাখার অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু যেকোনো পরিস্থিতিতেই ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের রুখে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।
ছাত্রলীগকে হুঁশিয়ারি জানিয়ে নেতারা আরও বলেন, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অচিরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে মধুর ক্যান্টিন থেকে তাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম শুরু করে দুর্বৃত্তায়নের বেগে ছুটে চলা দেউলিয়া সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রতিটি অপকর্মের দাঁতভাঙ্গা জবাব দেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ