পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নরসিংদীর ভেলানগর বাস স্ট্যান্ডে শাহজালাল ইসলামী ব্যাংকের ১০৩তম শাখা হিসেবে চিনিশপুর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের পরিচালক আক্কাচ উদ্দিন মোল্লা প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক খন্দকার শাকিব আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: শাহ্জাহান সিরাজ, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন, জনসংযোগ বিভাগের প্রধান মো: সামছুদ্দোহা, ব্যাংকের চিনিশপুর শাখার ব্যবস্থাপক মীর মো: আবু সুফিয়ানসহ স্থানীয় ব্যবসায়ী ও শিল্পপতিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আক্কাচ উদ্দিন মোল্লা বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংকের আধুনিক ব্যাংকিং সার্ভিস জনগণের দোর গোড়ায় পৌঁছে দেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে। চিনিশপুর অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠায় শাহ্জালাল ইসলামী ব্যাংক অর্থায়ন করবে সেই সাথে অত্র এলাকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ব্যাংক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী ব্যাংকের জনপ্রিয় আমানত এবং বিনিয়োগ প্রকল্প সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পর্যায়ক্রমে প্রতিটি জেলা, উপজেলা এবং গ্রাম পর্যায়ে শাখা স্থাপনের মাধ্যমে জনগণকে ব্যাংকিং কর্মকা-ের আওতায় এনে তাদের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে তিনি জানান। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।-বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।