Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাংলাদেশ ব্যাংকের সাথে মিডল্যান্ড ব্যাংকের চুক্তি স্বাক্ষর

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে মিডল্যান্ড ব্যাংকের ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর শুভঙ্কর সাহা এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস এম মনিরুজ্জামান।
চুক্তি স্বাক্ষরের ফলে মিডল্যান্ড ব্যাংক দীর্ঘমেয়াদী ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংকের এফ এস এস পি  প্রোগ্রামের সুবিধা ভোগ করবে। উক্ত চুক্তি অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের জিএম সুলতান মাসুদ আহমেদ, মিডল্যান্ড ব্যাংকের কর্পোরেট ব্যাকিং বিভাগের প্রধান ও এসইভিপি জাহিদ হোসেন ছাড়াও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ