Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ-এর পুত্র মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কানাডায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৩ বাংলাদেশী শিক্ষার্থী মৃত্যু

সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক থেকে: | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৫ এএম

কানাডার টরন্টো নগরীর অদূরে ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের সন্নিকটে সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এক ভয়াবহ ও মর্মান্তিক দূর্ঘটনায় আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ নামের ৩ বাংলাদেশী শিক্ষার্থী নিহত হয়েছেন। এই দূর্ঘটনায় নিবিড় কুমার (২১) নামক আরেক ছাত্র মারাত্মক আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এর পুত্র। দূর্ঘটনার এই খবর কানাডা ভিত্তিক সংবাদ মাধ্যম সিবিসি নিউজ গুরুত্বের সাথে প্রচার করে। এই ঘটনায় উত্তর আমেরিকার বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

কানাডার পুলিশ সূত্রে জানা যায়, গাড়ির আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং তৃতীয় জন হাসপাতালে নেয়ার পর মঙ্গলবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। গাড়ীর চালক আহত নিবিড় কুমারের অবস্থা আশঙ্কাজনক। সিবিসি নিউজ-এর খবরে বলা হয়, অন্টারিও প্রদেশের দুন্দাস পশ্চিম হাইওয়েতে এই দূর্ঘটনা ঘটে।
একটি টুইট বার্তায় অন্টারিওর প্রাদেশিক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পড়া ওই গাড়িটিতে থাকা চার জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশ থেকে স্টাডি পারমিট বা স্টুডেন্ট ভিসায় টরন্টোতে বসবাস করছিলেন। দুর্ঘটনায় ২০ বছর বয়সী এক তরুণ ও এক তরুণী এবং ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে। আর চালকের আসনে থাকা ২১ বছর বয়সী একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। হতাহতদের পরিবারকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।
কানাডার টরন্টো নগরীর অদূরে ৪২৭ হাইওয়ে ও ডানডাস ইন্টারসেকশনের সন্নিকটে সোমবার (১৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এক ভয়াবহ ও মর্মান্তিক দূর্ঘটনায় আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বারৈ নামের ৩ বাংলাদেশী শিক্ষার্থী নিহত হয়েছেন। এই দূর্ঘটনায় নিবিড় কুমার (২১) নামক আরেক ছাত্র মারাত্মক আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এর পুত্র। দূর্ঘটনার এই খবর কানাডা ভিত্তিক সংবাদ মাধ্যম সিবিসি নিউজ গুরুত্বেও সাথে প্রচার করে। এই ঘটনায় উত্তর আমেরিকার বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
কানাডার পুলিশ সূত্রে জানা যায়, গাড়ির আরোহী দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং তৃতীয় জন হাসপাতালে নেয়ার পর মঙ্গলবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। গাড়ীর চালক আহত নিবিড় কুমারের অবস্থা আশঙ্কাজনক। সিবিসি নিউজ-এর খবওে বলা হয়, অন্টারিও প্রদেশের দুন্দাস পশ্চিম হাইওয়েতে এই দূর্ঘটনা ঘটে।
একটি টুইট বার্তায় অন্টারিওর প্রাদেশিক পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় পড়া ওই গাড়িটিতে থাকা চার জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা বাংলাদেশ থেকে স্টাডি পারমিট বা স্টুডেন্ট ভিসায় টরন্টোতে বসবাস করছিলেন। দুর্ঘটনায় ২০ বছর বয়সী এক তরুণ ও এক তরুণী এবং ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে। আর চালকের আসনে থাকা ২১ বছর বয়সী একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। হতাহতদের পরিবারকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।
খবওে বলা হয়, চারজন যাত্রী নিয়ে গাড়ি দ্রুতগতিতে ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডানডাস এক্সিটের দক্ষিণ দিকে যাচ্ছিলো। পথে গাড়িটি র‌্যাম্প ছেড়ে একটি কংক্রিটের প্রাচীরের উপর দিয়ে খাদে গিয়ে পড়ে এবং অন্য কংক্রিটের দেওয়ালে লেগে বিধ্বস্ত হয়। এ সময় গাড়িতে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে। গাড়ির পেছনের সিটে বসা দু’জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। সামনের সিটে বসা শিক্ষার্থীকে উদ্ধার করে ট্রমা সেন্টারে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।
কানাডা’র বাংলা সাপ্তাহিক ও টিভি চ্যানেল ‘দেশে-বিদেশে’ সম্পাদক নজরুল মিন্টু জানান, নিহত ও আহত ৪ জনই আন্তর্জাতিক ষ্টুডেন্ট হিসেবে টরন্টোতে বসবাস করতেন। তাদের বয়স আনুমানিক ১৭ থেকে ২০/২২ হবে। এই দূর্ঘনার খবর পেয়ে সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বলেও তিনি জানান।
কানাডা’র বাংলা সাপ্তাহিক ও টিভি চ্যানেল ‘দেশে-বিদেশে’ সম্পাদক নজরুল মিন্টু জানান, নিহত ও আহত ৪ জনই আন্তর্জাতিক ষ্টুডেন্ট হিসেবে টরন্টোতে বসবাস করতেন। তাদের বয়স আনুমানিক ১৭ থেকে ২০/২২ হবে। এই দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বলেও তিনি জানান।



 

Show all comments
  • Md. Altaf Hossain ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১৫ এএম says : 0
    মৃত্যুর সাথে পাঞ্জা লরার ক্ষমতা কারো নাই। এ সব কথা কি বলা বেমানান নয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ