Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে ৫ ভবনের ধ্বংসাবশেষ সরিয়েছেন বাংলাদেশের উদ্ধারকারীরা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৪ পিএম | আপডেট : ৮:৫৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত পাঁচটি ভবনের ধ্বংসাবশেষ অপসারণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ উদ্ধারকারী দল। এছাড়া তিনজনের মরদেহ উদ্ধার করেছেন তারা।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আইএসপিআর জানায়, তুরস্কে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিশেষ উদ্ধারকারী দল আজ (সোমবার) তিনজনের মরদেহ উদ্ধার করেছে। তাদের মধ্যে দুইজন নারী ও এক শিশু রয়েছে। এ নিয়ে গত চারদিনে মোট ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধারকারী দল ভূমিকম্পে বিধ্বস্ত পাঁচটি বিল্ডিং অপসারণ করেছে। এছাড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ৮০ কার্টন খাবার ও ৬০টি তাবু বিতরণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় ৬৩ জনকে মেডিকেল চিকিৎসাসেবা দেওয়া ও তাদের মাঝে ৩১ কার্টন ওষুধ বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ