পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নতুন বছরের জন্য প্রকাশিত ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির দুটি পাঠ্যপুস্তক প্রত্যাহার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানানো হয়। ২০২৩ সালের জন্য প্রণীত ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির পাঠ্যপুস্তকে ভুল ও অসংগতি পরিলক্ষিত হলে প্রাথমিকভাবে উভয় শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের অনুসন্ধানী পাঠ পাঠ্যপুস্তক দুটি প্রত্যাহার করা হয়েছে। গতবছর দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বইসমূহ পাইলটিং পদ্ধতিতে পাঠদান থেকেই বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন এর তীব্র প্রতিবাদ করে আসছে। তারই ধারাবাহিকতায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে গতবছর ১৪ নভেম্বর দেশের সকল জেলায় মানববন্ধন কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে প্রণীত পাঠ্যপুস্তকসমূহ সংশোধনের দাবি জানায়। জমিয়াতুল মোদার্রেছীনের এ দাবির প্রতি পূর্ণ সমর্থন রেখে দেশের ইসলামী সংগঠন, দল, আলেম-ওলামা, পীর-মাশায়েখগণ নিজনিজ অঙ্গণ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় গত ১০ ফেব্রæয়ারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের অনুসন্ধানী পাঠ পাঠ্যপুস্তক দুটি প্রত্যাহার করা হলে গতকাল জমিয়াতুল মোদার্রেছীনের স্ট্যান্ডিং কমিটির সভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানানো হয়।
সংগঠনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীনের সভাপতিত্বে ও মহাসচিব প্রিন্সিপ্যাল মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী পরিচালনায় আয়োজিত স্ট্যান্ডিং কমিটির সভায় নেতৃবৃন্দ বলেন, অসঙ্গতি ও ভুলেভরা এসব বই প্রত্যাহার করা সময়ের দাবি। কেবল দুটি বই নয় বরং অন্যান্য বইসমূহেরও ভুল-ত্রæটি নির্ণয় করে সংশোধন জরুরি, বিশেষ করে ৭ম শ্রেণির শিল্প ও সংস্কিৃতি বইটির বিভিন্ন স্থানের ইসলামি মূল্যবোধ ও শরীয়াহ বহিভর্‚ত বিষয়ে আলোকপাত করা হয়েছে। নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী একজন দ্বীনি শিক্ষাবান্ধব হিসেবে যেসব পাঠ্যপুস্তকে ইসলামবিরোধী ও অসমর্থিত বিষয়সমূহ সন্নিবেশিত হয়েছে সেসব চিহ্নিতকরণ সাপেক্ষে প্রত্যাহার করে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের আস্থার স্থনকে অটুট রাখবেন। একইসাথে নেতৃবৃন্দ ইসলামিক স্কলার, বিশেষজ্ঞ, আলেম ওলামার সমন্বয়ে পাঠ্যপুস্তক প্রণয়ন ও রচনার দাবি জানান। সভায় জমিয়াতুল মোদার্রেছীন স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।