Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশুদের আগ্রহ রূপকথায়

রাহাদ উদ্দিন | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দেখতে দেখতে একুশে গ্রন্থ মেলার প্রথম ১০ দিন শেষ হয়ে গেল। গতকাল ছিল এই প্রাণের বই মেলার ১০ম দিন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এদিন সকাল থেকেই মেলায় আসতে থাকে বইপ্রেমীরা। বেলা গড়াতেই বাড়ে ভিড়। সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত মেলায় ছিল শিশু প্রহর। তাই প্রথম প্রহরেই বাবা মায়ের হাত ধরে মেলায় ভিড় জমায় শিশুরা। বরাবরের মতো চোখে মুখে উচ্ছ¡াস উদ্দীপনা নিয়ে নাচ গানে মেতে উঠে সিসিমপুরে। কিনতে থাকে পছন্দের সব শিশুতোষ বই।
মেলার প্রথম প্রহরে মেলার শিশুচত্বর ঘুরে দেখা যায় অধিকাংশ শিশুরা পছন্দের বই হিসেবে সংগ্রহ করছেন রূপকথার গল্প। প্রতিটি স্টলেই দেখা যায় শিশুদের আনাগোনা। কেউ নিজের পছন্দের কেউ বা বাবা মায়ের পছন্দের বইগুলো কিনে নিচ্ছেন। বই কেনায় শিশু ও অভিভাবক উভয়ের পছন্দের শীর্ষে রয়েছে ভ‚ত‚ড়ে কার্টুন চরিত্রের বিভিন্ন রূপকথার গল্প।
মেলায় আগত অভিভাবকরা জানান, ভৌতিক গল্পগুলো এখন টিভিতে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় শিশুদের আগ্রহের জায়গা দখল করে আছে এসব গল্প। তাই যেখানে রূপকথার গল্প সেখানেই শিশুদের উচ্ছ¡াস। রাজধানীর আজিমপুর থেকে মায়ের সাথে মেলায় এসেছে ২য় শ্রেণীর শিক্ষার্থী সাইমা ন‚র। টুকটুকি আর হালুমদের নাচ গান উপভোগ শেষে মায়ের হাত ধরে স্টলে স্টলে ঘুরে কিনে নিয়েছেন বেশ কয়েকটি গল্পের বই। তারমধ্যে বেশিরভাগই ছিল রূপকথার গল্প।
রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে ৬ বছরের শিশু রাহুলকে নিয়ে বইমেলায় এসেছেন পূবালী ব্যাংকের সিনিয়র অফিসার রাইসূল ইসলাম। শিশু রাহুলকে কিনে দিলেন রূপকথার দ’টি গল্প। নিলয় হোসেন অন‚দিত বরফ কন্যা ও রিদয় হোসেন অন‚দিত রাপুনজেল। রাইসূল ইসলাম বলেন, কর্মব্যস্ততার কারণে অন্যান্যদিন মেলায় আসার সুযোগ হয় না। আজ ছুটির দিন তাই একটু অবসর সময় পেলাম। বাচ্চার খুব ইচ্ছে বইমেলায় যাবে। তাই বাচ্চার ইচ্ছে পূরণে তাকে নিয়ে সকাল সকাল চলে আসলাম মেলায়। যাতে জুমার নামাজটাও আমার প্রিয় বিদ্যাপিট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পড়তে পারি। রাইসূল জানান, শিশু রাহুলের বই পড়ার অভ্যাস তৈরি করার জন্যই এখন থেকেই বই কিনে দেন তিনি। আর শিশুর আগ্রহ জুড়ে রয়েছে শিশুতোষ রূপকথার গল্পগুলো।
শুধু রাহুল নয় বাংলার হাজারো শিশুর আগ্রহ জুড়ে এখনো টিকে আছে শত শত বছরের ঐতিহ্য এই রূপকথার গল্পগুলো। একটা সময় ছিল যখন দাদি, ফুফু, খালামণিদের মুখে রাজা-রাণীর রূপকথার গল্প শুনে ঘুমের কোলে ঢলে পড়তো শিশুরা। যুবরাজ আর মৎসকন্যারা বিচরণ করতো তাদের স্বপ্নের রাজ্যে। ডাইনি বুড়িদের প্রতি থাকতো এক অজানা ভীতি। না খেতে চাইলে বা ঘুম না আসলে শুনতে হতো রাক্ষস এর ভয়ঙ্কর মুখশ্রীর বর্ণনা। তবে আধুনিক এ সমাজে এ চিত্রটা দেখা না গেলেও এসব রূপকথার গল্পের প্রতি একেবারেই আগ্রহ হারিয়ে যায়নি শিশুদের। বিজ্ঞানের নানান সব আবিষ্কার, নানা কল্পকাহিনি ও বিভিন্ন গ্রহ নক্ষত্রের এলিয়েন আর ভারি ভারি মেশিনের জামা পরিহিত লৌহ মানবের ভিড়ে হারিয়ে যায়নি এসব রাজা রাণী আর মৎস কন্যার রূপকথার গল্পগুলো। আজো সাইন্স ফিকশনের বইয়ের চেয়ে মৎস কন্যার ছবি সংবলিত রূপকথার গল্প শিশুদের বেশি টানে।
একুশে বইমেলার ১০ম দিনে মেলায় নতুন বই এসেছে ২৬০টি। সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলায় ছিল শিশুপ্রহর। অমর একুশে উদ্যাপনের অংশ হিসেবে সকাল ৮:৩০টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল ৯:৩০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তেন শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : শিল্পী সফিউদ্দীন আহমেদ এবং জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি: এস এম সুলতান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মলয় বালা এবং সৈয়দ নিজার। আলোচনায় অংশগ্রহণ করেন সুশান্তকুমার অধিকারী, ইমাম হোসেন সুমন, নাসির আলী মামুন এবং নীরু শামসুন্নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনতাসীর মামুন।
লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন মৌলি আজাদ, সাগরিকা নাসরীন, সাহাদাত পারভেজ এবং হুমায়‚ন কবীর ঢালী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বায়তুল্লাহ কাদেরী, সঞ্জীব পুরোহিত, ফারহানা রহমান এবং রুহ রুহেল। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ, নুরুজ্জামান, মাসুদ রানা, মাহমুদুল হাকিম তানভীর। এছাড়াও ছিল জিনিয়া জ্যোৎ¯œার পরিচালনা নৃত্য সংগঠন ‘জিনিয়া নত্যৃকলা একাডেমি’ মনোমি তানজানার পরিচালনায় নৃত্য সংগঠন ‘নিক্কন পারফরমিং আর্ট সেন্টার’, মোঃ জাকির হোসেনের পরিচালনায় নৃত্য সংগঠন ‘শান্তি ভাবদর্শন চর্যাকেন্দ্র’, পারভীন আক্তার আঁখির পরিচালনায় নৃত্য সংগঠন ‘আনসার ডান্স একাডেমি’-এর নৃত্য পরিবেশনা। আবৃত্তি পরিবেশনা করেন ‘বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ’ এবং ‘ত্রিলোক বাচিক পাঠশালা’-এর শিল্পীবৃন্দ।
আজকের সময়সূচি:
আজ শনিবার অমর একুশে বইমেলার ১১তম দিন। মেলা শুরু হবে সকাল ১১টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। সকাল ১১টা থেকে বেলা ০১টা পর্যন্ত মেলায় শিশুপ্রহর চলবে।সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তেন শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় বইমেলার মূলমে অনুষ্ঠিত হবে স্মরণ : আশরাফ সিদ্দিকী এবং স্মরণ সাঈদ আহমদ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন ইয়াসমিন আরা সাথী এবং মাহফুজা হিলালী। আলোচনায় অংশগ্রহণ করবেন উদয়শংকর বিশ্বাস, শামস্ আল দীন, রীপা রায় এবং আব্দুল হালিম প্রামাণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুরশীদা বেগম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ