Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬৭-তে ফের প্রেম

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের সঙ্গে সংসার করেছিলেন দীর্ঘ ২৭ বছর। বছর দুয়েক আগেই বিবাহবিচ্ছেদের মাধ্যমে শেষ হয়েছিল সে অধ্যায়। এবার হাওয়ায় ভাসছে নতুন খবর। শোনা যাচ্ছে, মেলিন্ডার সঙ্গে সম্পর্কের সেই তিক্ততার রেশ এবার ভুলতে চলেছেন মাইক্রোসফটের কো-ফাউন্ডার বিল গেটস। মহাসমারোহে তার জীবনে এসে পড়েছে নতুন প্রেম। আর সেই প্রেমিকার নাম পলা হার্ড।

পলার স্বামী মার্ক হার্ড ছিলেন ওরাকল সংস্থার সিইও। ২০১৯ সালে তিনি মারা যান। শোনা যাচ্ছে, গত এক বছর অর্থাৎ, ২০২২ থেকেই প্রেম করছেন বিল গেটস এবং পলা। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন মেন’স সিঙ্গলসের ফাইনাল ম্যাচে গ্যালারিতে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠভাবে বসে থাকতে দেখা গিয়েছিল এ জুটিকে। এখন ভাইরাল হয়েছে সেই ছবি। তবে, এক বছর ধরে সম্পর্কে থাকলেও নাকি নিজের ছেলেমেয়ের সঙ্গে পলার পরিচয় পর্ব এখনও সারেননি বিল।

মেলিন্ডা এবং বিল-এর তিন সন্তান রয়েছে। প্রথম জন মেয়ে জেনিফার। ২৬ বছরের জেনিফার বর্তমানে সন্তানসম্ভবা। মেজ সন্তান ২৩ বছরের রোরি এবং ছোট মেয়ে ফিবি। সূত্রের খবর, এঁদের কারো সঙ্গেই নাকি পরিচয় হয়নি পলা’র। সূত্র : নিউজ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ