Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় জেলায় সড়কে ৮ জন নিহত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, যশোর, নোয়াখালী ও নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও দুইজন আহত হয়েছে। গত বুধবার রাত ৯টা থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন।

রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক তরুণী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাদিরগঞ্জ এলাকার ডলফিন ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা তানোরের চন্দনকৌটা গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ডলফিন ক্লিনিকের সামনে একটি মালবাহি ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী খাদিজা রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় ট্রাকটি তাকে চাপা দিলে তিনি গুরতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকের চালক ও ট্রাকটি আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার খড়িয়ালা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ^াস জানান, বিশ^রোড থেকে ঢাকা যাওয়ার পথে একটি কাভার্ড ভ্যান খড়িয়ালা অতিক্রম করার সময় একজন নারী রাস্তা পারাপার হতে গিয়ে কাভার্ড ভ্যানের নিচে পরে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লা জেলার বরুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও আরো একজন আহত হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে একটি বাস কুমিল্লা থেকে বরুড়া বাজারের পূর্ব দিকে মৌলভীবাজার মোড়ে আসলে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনার স্থলেই দুইজন নিহত হয়। এছাড়া মারাত্মক আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একজন। নিহতরা হলো, অহিদুল ইসলাম ও সাগর। তাদের সবার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়।
অভয়নগর (যশোর) উপজেলা সংবাদদাতা জানান, যশোরের অভয়নগরে যশোর খুলনা মহাসড়কের তালতলা পাওয়ার হাউজ এলাকার কাছে সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়ে ট্রাকের হেলপার হাসপাতালে ভর্তি হয়েছে। নিহত ট্রাক ড্রাইভার আব্দুর রউফ সরদার সাতক্ষীরা জেলার কাসেমপুর এলাকার রজব আলী সরদারে পুত্র।

পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কাট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার নিহত হয়। আহত হয় ট্রাকটির হেলপার সাগর। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় নিহত ট্রাক ড্রাইভার ও আহত হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে সারবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই মামাতো-ফুফাতো ভাই নিহত হয়েছে। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার পাঙ্খার বাজারের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম চরবাগগা গ্রামের মো. সেলিমের ছেলে শাহাদাত হোসেন ও একই এলাকার নুর আলমের ছেলে মো. ফরহাদ। শাহাদাত স্থানীয় পাঙ্খার বাজার জুনিয়র উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। ফরহাদ সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত ৯টার দিকে উপজেলার পাঙ্খার বাজার থেকে মোটরসাইকেলযোগে শাহাদাত ও ফরহাদ বাড়ি ফিরছিল। এসময় ছিদ্দিক মেম্বারের দোকান সংলগ্ন সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সারবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে শাহাদাতকে মৃত ঘোষণা করেন। ফরহাদকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে মৃত্যু হয়।

চরজব্বার থানার ওসি দেবপ্রিয় দাস বলেন, ঘটনাস্থল থেকে ট্রলি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ট্রলি চালক পালিয়ে গেছেন। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিলদ্রী সুন্দর কুন্ডু বলেন, হাসপাতালে আনার পূর্বেই ট্রাক ড্রাইভারের মৃত্যু হয়েছে। আহত হেলপারকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন ভাল।

নওগাঁ : নওগাঁর সাপাহারে ট্রলি উল্টে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হক সাপাহার উপজেলার উত্তর আলাদিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
সাপাহার থানার এসআই মো. সাইফুল ইসলাম বলেন, দুপুরে বাড়ি থেকে ট্রলি নিয়ে সরিষা নেওয়ার জন্য খেতে যাচ্ছিলেন মোজাম্মেল। পথে বিরামপুর ক্লাবের মোড়ে আসলে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ