Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলিমে গড় পাসের হার ৯২.৫৬

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালের আলিম পরীক্ষার ফলাফল গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। আলিমে গড় পাসের হার ৯২ দশমিক ৫৬। আলিম পরীক্ষায় ২ হাজার ৬৮৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ৯০ হাজার ২৬৬ জন ছাত্র ছাত্রী অংশ নেয়। সাধারণ, বিজ্ঞান ও মুজাব্বিদ শাখায় সর্বমোট ৯ হাজার ৪২৩ জন ছাত্র ছাত্রী জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে ৫ হাজার ১৬৪ জন ছাত্র এবং ৪ হাজার ২৫৯ ছাত্রী জিপিএ ৫ পেয়েছে।

সকল আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়ে সর্বনিম্ন গ্রেড পয়েন্ট ১ উত্তীর্ণ মোট ছাত্র ছাত্রীর সংখ্যা ৮৩ হাজার ৫৫৩ জন। এ বছর শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করেছে। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর কারণে স্বাস্থ্যবিধি মেনে প্রতি পরীক্ষার্থী তথ্য ও যোগাযোগ পৃযুক্তি (আইসিটি) ব্যতীত ২০২২ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে দুইটি আবশ্যিক, তিনটি নৈর্বাচনিক ও একটি চতুর্থ বিষয়সহ ছয়টি বিষয়ে মোট ১২টি পত্রে পরীক্ষায় অংশগ্রহণ করে্েযছ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ