Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাটতি বেশি গল্প-উপন্যাসের

রাহাদ উদ্দিন | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা ২০২৩। প্রতিদিনই মেলায় শোভা পাচ্ছে থরে থরে নতুন বই। বিক্রিও বাড়ছে ক্রমেই। প্রতিবছরের ন্যায় এবারও মেলায় কবিতার বই বেশি আসলেও কাটতি বেশি গল্প-উপন্যাসের।
বাংলা একাডেমি সূত্রে জানা যায়, উদ্বোধনের পর গত এক সপ্তাহে যতগুলো নতুন বই মেলায় এসেছে তারমাঝে সংখ্যা বিবেচনায় শীর্ষে রয়েছে কবিতার বই। তবে প্রকাশকরা জানান, বরাবরের ন্যায় এবারও পাঠক চাহিদার শীর্ষে রয়েছে গল্প-উপন্যাস। অনিন্দ্য প্রকাশের প্রকাশক আফজাল হোসেন জানান, মোটামুটি এবার শুরু থেকেই মেলা অনেক বেশি জমে উঠেছে। অনেক মানুষ আসছেন মেলায়, এবং পছন্দের বইগুলোও কিনে নিচ্ছেন। পাঠকরা অধিকাংশ ক্ষেত্রেই গল্প-উপন্যাস টাইপ বইগুলো কিনে নিচ্ছেন।

গতকাল বুধবার ছিল মেলার অষ্টম দিন। বাংলা একাডেমির হিসাব অনুযায়ী, গত এক সপ্তাহে যতগুলো নতুন বই মেলায় এসেছে তারমধ্যে এককভাবে কবিতার বইই বেশি। তবে মেলা ঘুরে দেখা যায়, মেলায় নতুন-পুরোনো মিলিয়ে গল্প-উপন্যাসের বই বেশি বিক্রি হচ্ছে। অধিকাংশ পাঠকের সংগ্রহের তালিকায় রয়েছে উপন্যাস। এর মধ্যে রোমান্টিক, ঐতিহাসিক, রাজনৈতিক ও থ্রিলার উপন্যাসকে প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। এ ছাড়া খুব কাছাকাছি অবস্থানে রয়েছে গবেষণা, প্রবন্ধ, রচনাবলি, জীবনী ও ইতিহাসসমৃদ্ধ বই।

প্রকাশকরা জানিয়েছেন, মেলায় প্রতিবছর নতুন লেখকদের অনেক বই বের হয়। তবে, খ্যাতনামা লেখকদের পুরোনো বইয়ের প্রতি পাঠকের আকর্ষণ সবসময় বেশি থাকে। ইত্যাদি প্রকাশনীতে নতুন গল্প-উপন্যাসের বই এসেছে সামিরা একরাত্রি, সেলিনা হোসেনের যাপিত জীবন, সৈয়দ শামসুল হকের খেলারাম খেলে যা, হাসান আজিজুল হকের আগুন পাখিসহ আরো বেশ কয়েকটি চিত্তাকর্ষক নতুন বই। জানতে চাইলে বিক্রয়কর্মী অংকুর মন্ডল জানান, সামগ্রিকভাবে মেলায় কবিতার বই বেশি আসলেও পাঠক চাহিদার শীর্ষে থাকছে গল্প, উপন্যাস, ফিকশন, ভ্রমণ কাহিনীর বইগুলো। আমাদের এখানে হাসান আজিজুল হকের আগুন পাখি বইটা খুব বেশি বিক্রি হচ্ছে। নবান্ন প্রকাশনীর ম্যানেজার ম্যানেজার রিমা বলেন, আমাদের এখানে মুহাম্মদ সামাদ স্যার ও কবী নুরুল হুদাদের মতো কবীদের বই থাকলেও পাঠকরা এসে খুঁজে বেড়াচ্ছে গল্প-উপন্যাসের বই।

বইমেলায় গত দুই বছর যাবত কাজ করে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম। তিনি জানান, বইমেলায় প্রতিবছরই নতুন নতুন অনেক বই আসে। তবে নতুন কবিদের বই প্রকাশকরা ছাপাতে চায় না। অধিকাংশ নতুন কবিই নিজেদের খরচে বই প্রকাশ করে থাকে। আর বরাবরের ন্যায় এবারও কবিতার বই বেশি থাকলেও পাঠকরা দেখা যাচ্ছে সাইন্স ফিকশন, গল্প- উপন্যাসের বইই বেশি খুঁজে বেড়াচ্ছেন।

প্রকাশনা সংস্থা ঐতিহ্য অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে এ বছর প্রকাশ করতে যাচ্ছে ৪৫ টি বিষয়ের উপর মোট ২০৩ টি বই। যার মাঝে অধিকাংশ বইই কবিতার বই। তবে এখানকার বিক্রয়কর্মীরা জানান পাঠকের চাহিদায় রয়েছে ফিকশন, ভ্রমণ কাহিনী, গল্প- উপন্যাসের বইগুলো। গতকাল প্রকাশিত ৬টি বইয়ের মাঝে ২টি ছিল কবিতার। প্রকাশনীর বিক্রেতা জাবেদ হাসান বলেন, আমাদের এখানে গল্প-উপন্যাসসহ অনেক প্রকারের বই রয়েছে। শুরু থেকে মেলা জমে উঠেছে। আমাদের এখানে কবিতার বইয়ের চেয়ে গল্প, উপন্যাসের বই বেশি বিক্রি হচ্ছে।
গতকাল বুধবার অমর একুশে বইমেলার ৮ম দিনে মেলায় নতুন বই এসেছে ১১৪টি। বিকেল ৪টায় বইমেলার মূল অংশে অনুষ্ঠিত হয় জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : ওস্তাদ আলি আকবর খান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সাইম রানা। আলোচনায় অংশগ্রহণ করেন কমল খালিদ এবং আলী এফ. এম. রেজওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ সাদী খান।

আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন হাবিব আনিসুর রহমান, গাজী আজিজুর রহমান, রাসেল রায়হান, ইসমত শিল্পী।
আজকের সময়সূচি: আজ বৃহস্পতিবার অমর একুশে বইমেলার ৯ম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূল অংশে অনুষ্ঠিত হবে জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : কবীর চৌধুরী এবং জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : সাংবাদিক-সাহিত্যিক জহুর হোসেন চৌধুরী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আবদুস সেলিম ও জাহীদ রেজা নূর। আলোচনায় অংশগ্রহণ করবেন কাজল বন্দ্যোপাধ্যায়, খায়রুল আলম সবুজ, মনজুরুল আহসান বুলবুল এবং মুস্তাফিজ শফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শফি আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ