Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্যাস-বিদ্যুতে আর কত ভর্তুকি : প্রধানমন্ত্রী

জনগণকে সরকারের পাশেও দাঁড়াতে হবে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বিদ্যুৎ ও পানির ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এত বিপুল পরিমাণ ভর্তুকি দেয়া সরকারের পক্ষে সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নবনির্মিত ‘বিনিয়োগ ভবন’ উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এ আহŸান জানান। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন বিডা’র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
বহুতল বিনিয়োগ ভবনটি তিনটি সংস্থা-বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে।

অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ইংল্যান্ড ১৫০ শতাংশ বিদ্যুতের দাম বাড়িয়েছে। এটা সবার মনে রাখতে হবে। আমরা কিন্তু সেই পর্যায়ে যাইনি। গ্যাস-বিদ্যুৎ দেয়া যাবে ক্রয়মূল্যে। আর কত ভর্তুকি দেয়া যায়। আর এ ক্ষেত্রে কেন দেব। আমরা ভর্তুকি দিচ্ছি কৃষিতে, খাদ্য উৎপাদনে। ১ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে ১২ টাকা খরচ হয় উল্লেখ করে সরকার প্রধান বলেন, সেখানে আমরা নিচ্ছি মাত্র ৬ টাকা। তাতেই আমরা অনেক চিৎকার শুনি। গ্যাস-বিদ্যুৎ সাপ্লাই দেয়া যাবে, যদি সবাই ক্রয়মূল্য যা হবে, সেটা দিতে রাজি থাকে। তাহলে দেয়া যাবে। তা ছাড়া আর কত ভর্তুকি দেয়া যায়।

শেখ হাসিনা বলেন, আমরা করোনা মোকাবিলা করতে বিশেষ প্রণোদনা দিয়েছি, যাতে ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা চালু থাকে। প্রণোদনা দেয়ার ফলেই অর্থনীতির গতিটা সচল রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি। আমাদের লক্ষ্যই ছিল প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার। আমরা পৌঁছে দিয়েছি। জেনারেটরের ওপর যে ট্যাক্স ছিল, সেই ট্যাক্স আমি প্রত্যাহার করে নিয়েছি। শিল্প-কলকারখানা যাতে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, সেই ব্যবস্থাও করে দেয়া হয়েছে।
পদ্মা সেতু নির্মাণ নিয়ে চ্যালেঞ্জ ছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের একটা কঠিন সিদ্ধান্ত ছিল। কারো সহযোগিতা বা সমর্থন পাওয়া যাচ্ছিল না। কিন্তু সমর্থন আমার জনগণ দিয়েছে। ফলে আমরা সফলতার সঙ্গে নিজস্ব অর্থে পদ্মা সেতু তৈরি করেছি।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশে বিনিয়োগের জন্য সবার প্রতি আহŸান জানান। শেখ হাসিনা বলেন, সবাই বিনিয়োগ করলে নিজেরাও লাভবান হবেন, আবার দেশটাও লাভবান হবে। শেখ হাসিনা খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে, বিশেষ করে সারা দেশে গড়ে ওঠা ১০০টি অর্থনৈতিক অঞ্চলে ব্যাপকভাবে বিনিয়োগ করার জন্য দেশবাসীর প্রতি আহŸান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৪ বছরে আপনাদের ব্যবসায়ী বান্ধব পরিবেশ আমরা সৃষ্টি করে দিয়েছি। শান্তিপূর্ণভাবে আপনারা ব্যবসা করেন এখন আর ওই হাওয়া ভবনের পাওয়াও দিতে হয় না। কোনো কিছুই করতে হয় না সেই পরিবেশ আমরা তৈরি করে দিয়েছি। আর আমাদের উন্নয়নের লক্ষ্য একদম তৃণমূলের মানুষ। তাদের ক্রয় ক্ষমতা বাড়ছে, আমাদের নিজস্ব বাজার হচ্ছে, ভৌগলিক অবস্থানের কারণে আমাদের আশপাশের যে দেশগুলো রয়েছে, তাদের সঙ্গেও আমরা যোগাযোগ স্থাপন করছি। শেখ হাসিনা বলেন, ভুটান, নেপাল, ইন্ডিয়া, থাইল্যান্ড, মিয়ানমার সব ক্ষেত্রেই চমৎকার একটি যোগাযোগের জায়গা। তা ছাড়া এই দক্ষিণ এশিয়ায় প্রায় ৩০০ কোটি মানুষের বাজার, এই সুবিধা যে কেউ নিতে পারে। তা ছাড়া আমরা কক্সবাজারে অন্তর্জাতিক মানের এয়ারপোর্ট করে দিচ্ছি, ঢাকার সঙ্গে সরাসরি রেললাইন করা হয়েছে, আমরা সড়কের উন্নয়ন করেছি। সে ক্ষেত্রে আমার মনে হয় যে ইস্ট ও ওয়েস্টের মধ্যে একটা ব্রিজ হতে পারে বাংলাদেশ। সেভাবেই আমরা বাংলাদেশকে গড়ে তুলছি। আমরা মনে করি, আমাদের ভৌগলিক যে অবস্থান, সেটাও অত্যন্ত অনুক‚লে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মাতারবাড়িতে ইতোমধ্যে ডিপসী পোর্ট কার্যক্রম শুরু করেছে, পায়রা পোর্টের উন্নতি হচ্ছে, মোংলা পোর্টকে আমরা উন্নত করছি, বে-টার্মিনালসহ আরো অনেক সুবিধা আমরা সৃষ্টি করে দিচ্ছি।
শেখ হাসিনা বলেন, আমি এ টুকু বলল, সবাই বিনিয়োগ করুন এতে নিজেরাও লাভবান হবেন, আবার আমার দেশটাও লাভবান হবে। আমাদের রফতানি বাস্কেট বাড়াতে হবে। কিছু নতুন নতুন পণ্য এবং বাজার আমাদের খুঁজে বের করতে হবে। সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। কাজেই দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে আমাদের দেশ আরো উন্নত হোক, ২০৪১ সালের মধ্যে আমরা চাই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে। পরিপ্রেক্ষিত পরিকল্পনা আমরা প্রণয়ন করে দিয়েছি এবং তারই ভিত্তিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনাও আমরা করে যাচ্ছি।

এদিকে জাতীয় রাজস্ব বোড্রের নতুন ভবন উদ্বোধন করার পর রাজস্ব সম্মেলন-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মানুষকে জানাতে হবে বুঝাতে হবে যে আপনি যে কর দেন তা আপনার কাজেই লাগে। আজকে দেশের যে উন্নয়ন তার সবই হয়েছে করের টাকায়। তাই যারা এই সুফলটা ভোগ করছেন তাদের তো কিছু না কিছু দিতে হবে। রাষ্ট্র তো আর সব নিজ থেকে দিতে পারবে না।

বিভিন্ন সময়ের ভর্তুকির তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এখন টিসিবির কার্ড পাচ্ছে সাধারণ মানুষ। আমরা যে চাল সংগ্রহ করি ৪০ থেকে ৪২ টাকা কেজিতে, সেখানে টিসিবিতে চাল বিক্রি করা হচ্ছে মাত্র ৩০ টাকা কেজি। এখানে ভর্তুকি দেয়া হচ্ছে। কৃষিতে ভর্তুকি দেয়া হচ্ছে। মানুষ এসব সুফল ভোগ করছে। করোনার সময় প্রণোদনা প্যাকেজ দিয়েছি। ব্যবসায়ীদের দুঃসময়ে ভর্তুকি দিয়েছি। এখন সরকারকে দেয়ার সময়। যাদের সামর্থ্য আছে, অর্থাৎ কর দেয়ার যোগ্য তারা সঠিক সময়ে আয়কর পরিশোধ করবেন। সরকার না পেলে তো আপনাদের বিপদের সময় দিতে পারবে না। শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে। যার হাওয়া আমাদের দেশেও লেগেছে। এজন্য করহার না বাড়িয়ে করদাতার সংখ্যা বাড়াতে চায় সরকার। এতে অর্থনৈতিক চাপ কমবে। তিনি বলেন, শুধু সাধারণ মানুষ বা ব্যবসায়ী না, প্রধানমন্ত্রীকেও কর দিতে হবে, সংসদ সদস্যদের কর দিতে হবে। নিজেরা আগে কর দিলে তবেই সবাই কর দিতে উৎসাহিত হবে। কর ফাঁকির বিষয়ে কঠোর হওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, যারা কর ফাঁকি দেন, বা দেয়ার চিন্তা করেন তারা সেখান থেকে বেরিয়ে আসেন। কর দেয়ার পদ্ধতি ডিজিটাল হয়ে গেলে সেটা আর পারবেন না। তিনি বলেন, এখন মানুষের হাতে টাকা বেড়েছে। ফলে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে করদাতা মানুষ বৃদ্ধি পেয়েছে। তাই প্রচার বাড়াতে হবে, মানুষকে সচেতন করতে হবে যে, আপনি যে সেবাটা ভোগ করছেন তা আপনাদের টাকায়। সঠিক সময়ে সঠিক পরিমাণে কর দিলে সামনে সেবা আরো ভালো পাবেন।



 

Show all comments
  • Khan ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫২ এএম says : 0
    দেশে সব সম্পদ বড়ো বড়ো রাজনৈতিবিদরা আমলা ব্যাংকার সব মিলিয়ে পাচার করে বিদেশে নিয়ে যাইতেছে কিন্তু আপনারা ওদের পিছনে না গিয়ে গরীবের পিছনে যাহাতে গরীব নিম্ন আয়ের লোকজন ভিক্ষুক হয়ে যায়। এর জন্য সরকার ভর্তুকির কথা বলে কিন্তু বিদেশে পাচার করা টাকা ফেরত আনলে এই টাকা দিয়ে ভর্তুকি দেওয়া যেত। পিকে হালদার ২০০০ কোটি টাকা একাই নিয়ে ভারতে চলে গেছে সরকার কি পারে না ওকে দেশে নিয়ে আসতে! পারে কিন্তু আনবে না কারণ এর পিছনে সরকারের লোকজন জরিত।এই পিকে হালদারের আর অনেক আছে। দয়া করে গরীব মানুষকে না খেয়ে মারার চেষ্টা করবেন না। আর গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াবেন না
    Total Reply(0) Reply
  • Khan ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫২ এএম says : 0
    দেশে সব সম্পদ বড়ো বড়ো রাজনৈতিবিদরা আমলা ব্যাংকার সব মিলিয়ে পাচার করে বিদেশে নিয়ে যাইতেছে কিন্তু আপনারা ওদের পিছনে না গিয়ে গরীবের পিছনে যাহাতে গরীব নিম্ন আয়ের লোকজন ভিক্ষুক হয়ে যায়। এর জন্য সরকার ভর্তুকির কথা বলে কিন্তু বিদেশে পাচার করা টাকা ফেরত আনলে এই টাকা দিয়ে ভর্তুকি দেওয়া যেত। পিকে হালদার ২০০০ কোটি টাকা একাই নিয়ে ভারতে চলে গেছে সরকার কি পারে না ওকে দেশে নিয়ে আসতে! পারে কিন্তু আনবে না কারণ এর পিছনে সরকারের লোকজন জরিত।এই পিকে হালদারের আর অনেক আছে। দয়া করে গরীব মানুষকে না খেয়ে মারার চেষ্টা করবেন না। আর গ্যাস ও বিদ্যুতের দাম বাড়াবেন না
    Total Reply(0) Reply
  • মমিনুল হক ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৩৩ এএম says : 0
    কেন বিদ্যুৎ গ্যাসে ভর্তুকি দিতে হবে। আপনি এই সেক্টরের বড় বড় মাথাগুলোর সম্পদের হিসাব করেন। তারা বেতন কত পায় তাদের ব্যায় কত। অবৈধ গ্যাস বিদ্যুৎ সংযোগের প্রত্যেকটির মাসিক বিল বড় বড় মাথাদের পকেটে যায়। এগুলো রোধ করুন আর বিদেশে টাকা পাচার বন্ধ করুন। তাহলে আর জনগণকে ভর্তুকির ধমক দিতে হবে না। দেশের সাধারণ মানুষ চরম পুষ্টি হীনতায় ভুগছে নিত্য পণ্যের মূল্য সিমাহীন বেড়ে গিয়েছে। দেশের দুই তৃতীয়াংশ মানুষ তিনবেলা ভাত খেতেও কষ্ট হয়ে যাচ্ছে, তারা ঠিক মত খেতে পারছে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ