Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই হ্রদে পানি স্বল্পতায় বিদ্যুৎ কেন্দ্রের পাঁচ ইউনিটের ৪টি বন্ধ

উৎপাদনে ধসের আশঙ্কা

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

রাঙ্গামাটি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পানি স্বল্পতায় উৎপাদন ধসের পর্যায়ে পৌঁছেছে। গতকাল শনিবার সকাল ৯টা পযন্ত শুধুমাত্র একটি ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। চলতি মৌসুমে হ্রদে পানি স্বল্পতার ফলে বিদ্যুৎকেন্দ্রে চারটি ইউনিট ১, ২, ৩ ও ৫ বন্ধ হয়ে গেছে। শুধু মাত্র ৪ নম্বর ইউনিটে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কাপ্তাই জল জলবিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক এ টিএম আব্দুজ্জাহের জানান, হ্রদে চলতি মৌসুমে পানি নেই। পানি স্বল্পতার ফলে ইতিমধ্যে ৪টি ইউনিট বন্ধ হয়ে গেছে।

বর্তমানে হ্রদে পানি থাকার কথা ৯৬.৫৮এম.এস.এল ফিট কিন্ত তা কমে আছে ৮৩.৩১ এম.এসএল ফিট। দিন দিন হ্রদে পানি হ্রাস পাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামি মার্চ মাসে বড় ধরনের বিদ্যুৎ ধসের আশঙ্কা করা হচ্ছে। বর্ষায় পযাপ্ত পরিমাণ বৃষ্টিপাত না হওয়ার দরুণ সব ইউনিট চালানো সম্ভব হচ্ছে না। বৃষ্টিপাত না হলে সামনে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের সমস্যায় পড়তে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ