Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিআইডব্লিউটিএ’র কর্মচারীর ব্ল্যাকমেইল

বিচারের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বিআইডব্লিউটিএ’র ২০তম গ্রেডের কর্মচারী সঞ্জীব কুমার দাসের তদবির ও টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, নারী ও অর্থপাচার, গণধর্ষণ এবং ব্ল্যাকমেইলসহ নানা অপকর্ম তুলে ধরে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সঞ্জীব ও তার বাহিনীর ভয়ে ভুক্তভোগীরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে দাঁড়িয়ে বিভিন্ন দাবি জানান।

লিখিত অভিযোগে ভুক্তভোগীরা বলেন, সঞ্জীব কুমার বিভিন্ন অভিযোগে বিআইডব্লিউটিএ থেকে তিনবার বরখাস্ত হন। সর্বশেষ শাস্তি হিসেবে তাকে খুলনায় বদলি করা হয়। এরপর সেখান থেকে মাদারীপুরে বদলি করা হয়। কিন্তু তিনি মাদারীপুরে না থেকে নানা অজুহাতে ঢাকায় থাকেন। মাদারীপুরে না থেকেও অন্য লোকের মাধ্যমে জাল স্বাক্ষর করে নিয়মিত হাজিরা দেন এবং নিয়মিত বেতন তুলেন। তারা বলেন, সঞ্জীব দাস স্বল্প বেতনে বিআইডব্লিউটিএ তে চাকরি করলেও বিলাসবহুল জীবনযাপন করেন। সঞ্জীব মূলত গোল্ডেন মনিরের সোর্স হিসেবে কাজ করতেন। গোল্ডেন মনির গ্রেপ্তারের পর নতুন কয়েকজনের সোর্স হিসেবে কাজ করছেন। বিভিন্ন নারীদের চাকরিসহ নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও গণধর্ষণ চালায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ