Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দীর্ঘতম দূরত্বের পরমাণু ক্ষেপণাস্ত্র অগ্নি পাঁচের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। প্রায় পাঁচ হাজার কিলোমিটার বা তিন হাজারেরও বেশি মাইল দূরত্বের মধ্যে যে কোনো লক্ষ্যে আঘাত হানতে পারবে এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। এই দূরত্বের মধ্যে চীনসহ এশিয়ার যে কোনো গন্তব্য পড়ে। দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জি এক টুইটার বার্তায় লিখেছেন, অগ্নি পাঁচের সফল পরীক্ষা ভারতের কৌশলগত এবং নিজেকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষার সক্ষমতা বাড়াবে। গতকাল সকালে ওড়িশ্যার হুইলার দ্বীপপুঞ্জ থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়।
প্রসঙ্গত, এটিই ভারতে তৈরি এখন পর্যন্ত সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমে সক্ষম পরমাণু ক্ষেপণাস্ত্র। দেশটির যে কোনো প্রান্ত থেকে এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালানো যাবে।
চারবছর আগে এই ক্ষেপণাস্ত্রটির প্রথম পরীক্ষা চালানো হয়। এরপর ২০১৩ এবং ২০১৫-এ-ও আরো দু’বার পরীক্ষা চালানো হয়।
বিশ্লেষকেরা বলছেন, বিশ্বশক্তি হিসেবে নিজেদের অবস্থান জানান দেয়ার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার প্রতিরক্ষা খাতে ব্যয় ব্যপকহারে বাড়িয়েছে। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ