Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০টি করে সন্তান নিন

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

হিন্দু দম্পতিদের বললেন ভারতের সন্যাসী
ইনকিলাব ডেস্ক : ভারতের একজন সুপরিচিত হিন্দু সন্ন্যাসী বাসুদেবানন্দ সরস্বতী প্রত্যেক হিন্দু দম্পতিকে অন্তত ১০টি করে সন্তানের জন্ম দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেছেন, ঈশ্বরই এ সন্তানদের দেখাশুনা করবেন।
নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসর আয়োজিত এক অনুষ্ঠানে ওই হিন্দু সাধু গত রোববার এ মন্তব্য করেন। আরএসএসকে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির আদর্শগত অভিভাবক হিসেবে গণ্য করা হয়। তাদের পক্ষ থেকেই সঙ্ঘের সদর দফতর নাগপুর শহরে ওই সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সেখানেই স্বামী বাসুদেবানন্দ সরস্বতী বলেন, ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যে ‘দুই সন্তান নীতি’ চালু করা হয়েছিল, হিন্দুদের তা এবার প্রত্যাখ্যান করার সময় এসেছে। প্রত্যেক হিন্দু মায়ের অন্তত ১০টি করে সন্তানের জন্ম দেয়া উচিত বলে অভিমত প্রকাশ করে তিনি আরো জানান, এতগুলো সন্তানের ভরণপোষণ নিয়েও বাবা-মার চিন্তা করার দরকার নেইÑ কারণ ‘ঈশ্বরই তাদের পালন করবেন’।
‘ধর্ম সংস্কৃতি মহাকুম্ভ’ নামে তিন দিনের ওই সম্মেলনে প্রধান উদ্দেশ্য ছিল ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের জনসংখ্যা কমে যাওয়া ও হিন্দু ধর্মের প্রভাব হ্রাস কিভাবে ঠেকানো যায়, তা নিয়ে আলোচনা করা।
ওই সম্মেলনে আরএসএসের প্রধান মোহন ভাগবত এবং সঙ্ঘ পরিবারের আর একটি সহযোগী সংগঠন, বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রবীণ তোগাড়িয়াও উপস্থিত ছিলেন। এমনকি তিন দিনের সম্মেলনে বিভিন্ন সময়ে মহারাষ্ট্রের মূখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, আসামের রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত বা নাগপুর শহরের মেয়র প্রবীণ ডাটকের মতো ভিআইপিরাও উপস্থিত থেকেছেন।
আরএসএস দীর্ঘদিন ধরেই বলে আসছে, ভারতে হিন্দুদের আনুপাতিক জনসংখ্যা ক্রমশ কমে আসছেÑ অথচ অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের জনসংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।
সঙ্ঘ পরিবারের নেতারা অতীতেও অনেকবার হিন্দুদের বেশি বেশি করে সন্তান জন্ম দেয়ার আহ্বান জানিয়েছেনÑ তবে তাতে যে খুব একটা সাড়া মিলেছে পরিসংখ্যান, কিন্তু সে কথা বলে না! সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

Show all comments
  • md.mofij uddin ২৭ ডিসেম্বর, ২০১৬, ১:৩৩ পিএম says : 0
    মুসলমানদের ২০টি করে সন্তান নেওয়া দরকার
    Total Reply(0) Reply
  • Md Mostafizur Rahman ২৭ ডিসেম্বর, ২০১৬, ৩:০৩ পিএম says : 0
    মুসলিম দের তো এটাই নীতি।কিন্তু হায়,অমুসলিম রা মুসলিমদের নীতি গ্রহণ করে আর মুসলিম রা অমুসলিম দের বানানো নীতি অনুসরণ করে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ