Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমতা হারানোর ভয়ে বেসামাল সরকার

লিফলেট বিতরণকালে ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে আগের রাতে ভোট দিয়ে এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তাই ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেপরোয়া হয়ে উঠেছে। আওয়ামী লীগের নেতারা মুখে মুখে একটা বলে তার বিপরীত কাজ করে। তারা দেশ থেকে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিতাড়িত করেছে। বর্তমানে দেশ থেকে গণতন্ত্র নির্বাসিত। মানুষের বাক্স্বাধীনতায় তালা মেরে দেয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছে। বিচার বিভাগ নির্বাহী বিভাগের আয়নায় সবকিছু দেখতে গিয়ে আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছে। তিনি গতকাল শুক্রবার পাহাড়তলী থানা বিএনপির উদ্যোগে আজ শনিবার বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে সাগরিকা ও অলংকার মোড়ে লিফলেট বিতরণকালে একথা বলেন।
তিনি বলেন, সমাবেশে চট্টগ্রামবাসী ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে শামিল হতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত প্রতিটি নেতাকর্মীকে ইস্পাত দৃঢ় ঐক্য নিয়ে রাজপথে থাকতে হবে। চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে জনগণের সাথে দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা তৈরি করতে হবে। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি আহবায়য় কমিটির সদস্য আহমেদুল আলম চৌধুরী রাসেল, পাহাড়তলী থানা বিএনপিসাধারণ সম্পাদক জসীম উদ্দীন জিয়া, মহানগর বিএনপি’র সাবেক সহ স্বেচ্ছাসেবক সম্পাদক আরিফ মেহেদী, ওয়ার্ড বিএনপি’র সভাপতি খাজা আলাউদ্দিন, মহানগর যুবদলের সহ সভাপতি দিদারুল ফেরদৌস, বিএনপি নেতা নূর সেলিম বাঙালী, রায়হান মাহমুদ, জাফর আহমেদ, হারুন চৌধুরী, হারুন পাটোয়ারী, সৌরভ শাহীন, পাহাড়তলী থানা যুবদলের সভাপতি কুতুব উদ্দিন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন এরশাদ, ছাত্রদলের যুগ্ম আহŸায়ক মো. ইসমাইল, বিএনপি নেতা নাজিম উদ্দিন, ফখরুল হাসান রাজু, নেজাম উদ্দিন বুলু, থানা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক বশর আহম্মেদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ