Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুকের পাটা থাকলে গণভোট দিন, জনগণ বাটপারি প্রমাণ করে দেবে

নির্বাচন কমিশনের প্রতি হিরো আলমের ওপেন চ্যালেঞ্চ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বগুড়া-৪ আসনের কাহালু ও নন্দীগ্রামে ভোটারদের সঙ্গে দেখা করেছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম সরকার ও নির্বাচন কমিশনের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি বলেছেন, আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, বুকের পাটা থাকলে গণভোট দিন। জনগণ সব বাটপারি প্রমাণ করে দেবে। গতকাল বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে ফল পাল্টানোর যে অভিযোগ উঠেছে, এর ভিত্তি নেই বলে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা মন্তব্য করেছিলেন তার জবাবে তিনি এই চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।
আশরাফুল হোসেন ওরফে হিরো আলম গতকাল শুক্রবার নির্বাচনী এলাকা কাহালু সদরের স্টেশন বাজারে ভোটারদের সঙ্গে দেখা করতে যান।
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা দাবি করেছেন ফলাফল পাল্টানোর অভিযোগ সত্য নয়।
হিরো আলম কাহালু সদরের স্টেশন বাজারে গেলে সেখানে স্থানীয় লোকজন জড়ো হন। এ সময় তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাই দেখেছেন, নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা আমাকে নিয়ে অনেক কথা বলেছেন। তিনি বলেছেন, ‘প্রতিটি নির্বাচনে হেরে যাওয়ার পর প্রার্থীরা এসব কথা বলেনই যে ভোট সুষ্ঠু হয়নি, কারচুপি হয়েছে। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।
এ সময় রাশিদা সুলতানার উদ্দেশে হিরো আলম বলেন, ক্ষমতায় আছেন তো অনেক বড় বড় কথা বলেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ফল বাতিল করে গণভোট দেন। একতারা প্রতীকে হিরো আলম, মশাল প্রতীকে তানসেন (এ কে এম রেজাউল করিম) প্রার্থী থাকবেন। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি দেন। আপনারা সব নির্বাচন কমিশনার মাঠে আসেন। মশাল নাকি একতারা—কে বেশি জনপ্রিয় প্রমাণ করতে গণভোট দেন। যদি একতারা হেরে যায়, আমি নাকে খত দেব, জীবনে কখনো নির্বাচনে যাব না।
নির্বাচন কমিশনার রাশিদা সুলতানার উদ্দেশে হিরো আলম বলেন, আপনি মাঠে এসে অভিযোগের তদন্ত না করে ঢাকা থেকেই হুট করে মন্তব্য করলেন। আপনি নন্দীগ্রামে এসে দেখেছিলেন, আমার এজেন্ট ছিল না? এজেন্ট ছিল, কিন্তু ফলাফলের কাগজ দেওয়া হয়নি। ভোট নিয়ে আমার কোনো অভিযোগ ছিল না, এখনো নেই। ভোট সুষ্ঠু হয়েছে। ভোটে হেরে যাইনি। ফল চুরি করেছেন। এ কারণে ফলাফলে হেরেছি।
হিরো আলম আরো বলেন, আমার এমপি হওয়া নিয়ে, সংসদে যাওয়া নিয়ে অনেকের ঘুম হারাম, মাথা কামড়ায়। একজন এমপির কাজ কী? সংসদে কথা বলা। আমি কি কথা বলতে পারি না? আমার চেহারা নিয়ে এত আপত্তি কেন? এত নাটক কেন? সেখানে কেন ভালো চেহারার লোক লাগবে? আমাকে সংসদে নিয়ে গিয়ে কি অভিনয় করাবেন? আমি আপনাদের মতো ভালো কথা বলতে পারি না। বগুড়ার আঞ্চলিক ভাষায় কথা বলি, এ জন্য আপনাদের বাঁধে। আপনাদের মা-বাবা আছে জন্য পড়ালেখা করতে পেরেছেন, শিক্ষিত হয়েছেন। স্পিকার হয়েছেন, মন্ত্রী-এমপি হয়েছেন, কমিশনার, ডাক্তার-ইঞ্জিনিয়ার হয়েছেন। আমাদের মতো নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা হলে এটা হতে পারতেন না। শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলেন। অনেক এমপি তো স্বশিক্ষিত। সংসদে ঠিকমতো ‘স্পিকার’ উচ্চারণ করতে পারেন না। আপনাদের এত যোগ্যতা থাকলে দেশের এই অবস্থা কেন? কেন জনগণ আপনাদের ধিক্কার দিচ্ছে।



 

Show all comments
  • PrxNQHK ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২১ এএম says : 0
    Some information about drugs. Read information now. clindamycin antibiotic Best what you want to know about medicine. Get information here.
    Total Reply(0) Reply
  • Aasiqur Rahman Aashiq ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২০ এএম says : 0
    100% Right Speech,,,,
    Total Reply(0) Reply
  • S A SAZAL ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২০ এএম says : 0
    · হিরো আলমকে স্যার বলা থেকে অল্পের জন্য বেঁচে গেলেন ডিসি, এসপি, ইউএনও, ওসিরা
    Total Reply(1) Reply
  • মোঃ আবুল হোসেন হাওলাদার ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৪ এএম says : 0
    হিরো আলম তো একটি উদাহারন। যে কয়টি আসনে উপ নির্বাচন হলো সেখানে যে এমপিরা ছিলো তারা কেন পদত্যাগ করলেন সে ব্যাপারে জাতি কি ম্যাসেজ পেল, সে ব্যাপারে জাতি কি ভাবলোঃ আসলে সে ব্যাপারে বলার সময় এখনো আসেনি। উকিল আব্দুস সাত্তার সাহেব, হিরো আলম সাহেব এক একটি নাটকের নাম।এগুলোর কারনেই মানুষের গনতান্ত্রিক চেতনা ধুলিস্মাত হয়ে যায়। এদেশে গনতন্ত্র মেরামত করার কোন কারিগর কবে আসবে,,,,,,। আসলে যে যায় লংকা,,,,,,সে হয়,,,,,,,
    Total Reply(0) Reply
  • মোঃ আবুল হোসেন হাওলাদার ৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৬ এএম says : 0
    হিরো আলম তো একটি উদাহারন। যে কয়টি আসনে উপ নির্বাচন হলো সেখানে যে এমপিরা ছিলো তারা কেন পদত্যাগ করলেন সে ব্যাপারে জাতি কি ম্যাসেজ পেল, সে ব্যাপারে জাতি কি ভাবলোঃ আসলে সে ব্যাপারে বলার সময় এখনো আসেনি। উকিল আব্দুস সাত্তার সাহেব, হিরো আলম সাহেব এক একটি নাটকের নাম।এগুলোর কারনেই মানুষের গনতান্ত্রিক চেতনা ধুলিস্মাত হয়ে যায়। এদেশে গনতন্ত্র মেরামত করার কোন কারিগর কবে আসবে,,,,,,। আসলে যে যায় লংকা,,,,,,সে হয়,,,,,,,
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ